ইসলামপুরে অভ্যন্তরীন বোরো ধান সংগ্রহ অভিযানের উদ্বোধন

ধান সংগ্রহ অভিযানের শুভ উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম আব্দুন নাসের বাবুল।ছবি:বাংলারচিঠিডটকম

লিয়াকত হোসাইন লায়ন, ইসলামপুর প্রতিনিধি, বাংলারচিঠিডটকম: জামালপুরের ইসলামপুরে নির্বাচিত কৃষকের কাছ থেকে অভ্যন্তরীণ বোরো ধান সংগ্রহের শুভ উদ্বোধন করা হয়েছে। ১ হাজার ৩৬১ মেঃ টন লক্ষ্যমাত্রা নিয়ে ৭ মে উপজেলা খাদ্য গুদামে ধান সংগ্রহ অভিযানের শুভ উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম আব্দুন নাসের বাবুল।

উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিজানুর রহমানের সভাপতিত্বে উপজেলা খাদ্য কর্মকর্তা মাহাবুব তরফদার, ভারপ্রাপ্ত খাদ্য কর্মকর্তা মোফাজ্জল হোসেন, কৃষকলীগ সভাপতি শাহ নুরল ইসলাম, মিল মালিক সমিতির সভাপতি আমিরুল ইসলাম প্রমুখ।

উল্লেখ যে, উপজেলার ২৮ হাজার ৬৩৩ জন কৃষকের মধ্যে উন্মুক্ত লটারির মাধ্যমে কৃষককে নির্বাচিত করা হয়েছে। নির্বাচিত প্রত্যেক কৃষকের নিকট থেকে ৩০ টাকা কেজি দরে ১ মেট্রিক টন করে ধান কেনা হবে।