বর্তমান সরকার খেলাধুলার মান উন্নয়নে নিরলস কাজ করছে : ক্রীড়া প্রতিমন্ত্রী রাসেল

মতবিনিময় সভায় বক্তব্য রাখেন নেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল। ছবি: বাংলারচিঠিডটকম

লিয়াকত হোসাইন লায়ন, ইসলামপুর প্রতিনিধি, বাংলারচিঠিডটকম: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল বলেছেন, বর্তমান সরকার খেলাধুলার মান উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এরই অংশ হিসেবে উপজেলা পর্যায়ে খেলাধুলার মানোন্নয়নে উপজেলা পর্যায়ে শেখ রাসেল মিনি স্টেডিয়াম নির্মাণ করে যুবকদের মাদক ও সন্ত্রাসমুক্ত থেকে আগামী স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

প্রতিমন্ত্রী ৩ মে বিকালে ইসলামপুর উপজেলার শেখ রাসেল মিনি স্টেডিয়াম নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে ফরিদুল হক খান দুলাল অডিটরিয়ামে উপজেলা প্রশাসন আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান। তিনি চলমান উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

শেখ রাসেল মিনি স্টেডিয়াম নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে মোনাজাতে অংশ নেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল। ছবি: বাংলারচিঠিডটকম

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মু. তানভীর হাসান রহমানের সভাপতিত্বে সংরক্ষিত আসনের সংসদ সদস্য হুসনে আরা, পুলিশ সুপার নাছির উদ্দিন আহমেদ, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব ড. মহিউদ্দিন আহমেদ, যুব ক্রীড়া মন্ত্রণালয়ের মহাপরিচালক আজহারুল ইসলাম খান, জাতীয় ক্রীড়া পরিষদের অতিরিক্ত সচিব পরিমল সিংহ, উপজেলা পর্যায়ে শেখ রাসেল মিনি স্টেডিয়াম নির্মাণ ২য় পর্যায়ের প্রকল্পের উপ-সচিব প্রকল্প পরিচালক মাহবুব মোরশেদ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আইনজীবী আব্দুস সালাম, পৌর মেয়র আব্দুল কাদের শেখ, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মির্জা জিল্লুর রহমান শিপনসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।

জামালপুরের ইসলামপুর উপজেলায় ৫ কোটি ২৫ লাখ টাকা ব্যয়ে ৪ একর জমির উপর শেখ রাসেল মিনি স্টেডিয়ামের নির্মাণ কাজ বাস্তবায়ন করা হচ্ছে।