জামালপুর জেলা প্রশাসনের উদ্যোগে আন্তর্জাতিক নারী দিবস পালিত

জামালপুরে নারী দিবসের আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা প্রশাসক শ্রাবস্তী রায়।ছবি:বাংলারচিঠিডটকম

নিজস্ব প্রতিবেদক, বাংলারচিঠিডটকম: ‘ডিজিটাল প্রযুক্তি ও উদ্ভাবন জেন্ডার বৈষম্য করবে নিরসন’— এ প্রতিপাদ্য সামনে রেখে জামালপুরে জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়। এ উপলক্ষে সকাল ৯টায় জামালপুর জিলা স্কুল প্রাঙ্গণ থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। এতে নেতৃত্ব দেন জেলা প্রশাসক শ্রাবস্তী রায়।

শোভাযাত্রা শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক মো. মোক্তার হোসেন। সভায় অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আনোয়ার, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক জাকিয়া সুলতানা, জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক নাসরিন সুলতানা, জেলা শিক্ষা কর্মকর্তা মনিরা মোস্তারী ইভা, জেলা জ্যেষ্ঠ তথ্য কর্মকর্তা জালাল উদ্দিন, উন্নয়ন সংঘের মানবসম্পদ উন্নয়ন পরিচালক জাহাঙ্গীর সেলিম, সচেতন নাগরিক কমিটির সভাপতি অজয় পাল, ব্র্যাক জেলা সমন্বয়ক মুনির হোসাইন খান, জামালপুর পৌরসভার মহিলা কাউন্সিলর সাইদা আক্তার, নারীনেত্রী রাশিদা ফারুকী, শিক্ষার্থী নিলা প্রমুখ।

জামালপুরে নারী দিবসের আলোচনা সভায় অংশগ্রহণকারীবৃন্দ।ছবি:বাংলারচিঠিডটকম

জেলা প্রশাসক শ্রাবস্তী রায় বলেন, নিজ নিজ যোগ্যতা বলেই নারীরা কর্মক্ষেত্রে উদাহরণ তৈরি করছেন। নারীদের তথ্য প্রযুক্তির ওপর জ্ঞানচর্চা এবং ব্যবহার চলমান উন্নয়ন ধারাকে গতিশীল করতে খুবই প্রয়োজন। নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ, নারী-পুরুষের বৈষম্য দূর করে সম-অধিকার নিশ্চিত করা, নারীর কাজের স্বীকৃতিসহ তাদের অর্থনৈতিক, রাজনৈতিক ও সামাজিক সাফল্য দেশের সার্বিক উন্নয়নে অবদান রাখবে।