মদন মোহন ঘোষ, দেওয়ানগঞ্জ প্রতিনিধি, বাংলারচিঠিডটকম: জামালপুরের দেওয়ানগঞ্জ রেলের নিরাপত্তা বাহিনীর সার্কেল বিশেষ অভিযানে রেলের মালামাল চুরি করার দায়ে দু’জন আটক করা হয়েছে।
জানা যায়, ২ মার্চ রাতে দেওয়ানগঞ্জ রেলওয়ে লোকোশেড এলাকা থেকে রেলের মালামাল চুরি হচ্ছে- গোপন সংবাদ পেয়ে দেওয়ানগঞ্জ রেলওয়ে নিরাপত্তা বাহিনী বিশেষ অভিযান করে সজিব মিয়া ও সাকিব মিয়া নামের দুই চোরকে আটক করে।
দেওয়ানগঞ্জ রেলওয়ে নিরাপত্তা বাহিনীর অফিসার ইনচার্জ হাসান মাহমুদ জানান, ৩ মার্চ আটককৃতদের রেলওয়ে পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে। বিশেষ অভিযান অব্যাহত থাকবে।