জামালপুরে জাতীয় ভোটার দিবস পালিত

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জামালপুর স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক সরকার আব্দুল্লাহ আল মামুন বাবু। ছবি: বাংলারচিঠিডটকম

নিজস্ব প্রতিবেদক, বাংলারচিঠিডটকম: ভোটার হব নিয়ম মেনে, ভোট দিব যোগ্যজনে- এই প্রতিপাদ্য নিয়ে ২ মার্চ জামালপুর জেলা সদরে জাতীয় ভোটার দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় শোভাযাত্রা, ভোটার সেবাদান, আলোচনা সভা ও নতুন ভোটারদের মাঝে জাতীয় পরিচয়পত্র বিতরণ করেন।

৫ম জাতীয় ভোটার দিবস উপলক্ষে ২ মার্চ বেলা ১১টায় জামালপুর জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা নির্বাচন কর্মকর্তা গোলাম মোস্তফা।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জামালপুর স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক সরকার আব্দুল্লাহ আল মামুন বাবু। জামালপুর সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. আশিকুর রহমান সরকারের সঞ্চালনায় এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিশিষ্ট শিক্ষানুরাগী সৈয়দ আতিকুর রহমান ছানা, জামালপুর পৌরসভার ১১ নং ওয়ার্ডের কাউন্সিলর শরিফুল ইসলাম শিমুল ও ১২ নং ওয়ার্ডের কাউন্সিলর এমদাদুল হক জীবন, কালের কণ্ঠের সাংবাদিক মোস্তফা মনজু, জামালপুর টেলিভিশন রিপোর্টার্স ইউনিটির সভাপতি ফজলে এলাহি মাকাম, কানাডা প্রবাসী নতুন ভোটার কাজী রুমানা তাসমিন।

পরে বেশ কয়েকজন নতুন ভোটারের হাতে তাদের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) তুলে দেন প্রধান অতিথি স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক সরকার আব্দুল্লাহ আল মামুন বাবু।

এর আগে জামালপুর শহেরর ফৌজাদারী মোড় থেকে ৫ম জাতীয় ভোটার দিবসের শোভাযাত্রা বের করা হয়।