স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে আমাদের করণীয় শীর্ষক মতবিনিময় সভা

মতবিনিময় সভায় বক্তব্য রাখেন জেলা প্রশাসক শ্রাবস্তী রায়। ছবি: বাংলারচিঠিডটকম

মাহমুদুল হাসান মুক্তা, জামালপুর প্রতিনিধি, বাংলারচিঠিডটকম: জামালপুর তথ্য অফিসের আয়োজনে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে আমাদের করণীয় শীর্ষক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ১ মার্চ দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন জামালপুরের জেলা প্রশাসক শ্রাবস্তী রায়।

অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি মৌসুমী খানমের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি সৈয়দ আতিকুর রহমান ছানা, জেলার সিনিয়র তথ্য কর্মকর্তা মোহাম্মদ জালাল উদ্দিন, সিভিল সার্জনের প্রতিনিধি ডা. মোস্তাফিজুর রহমান, জামালপুর প্রেসক্লাবের সভাপতি হাফিজ রায়হান সাদা, রুপালী ব্যাংক জামালপুর শাখার প্রিন্সিপাল কর্মকর্তা কামরুল হাসান ও শিক্ষক গোলাম হাসিব প্রমুখ।

সভায় স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে কয়েকটি উন্নয়ন প্রকল্পের ভিডিও চিত্র খুদে শিক্ষার্থীদের সামনে প্রদর্শন করা হয়। এ ছাড়া স্মার্ট বাংলাদেশ গড়তে নিজেকে কিভাবে তৈরি করতে হবে সে বিষয়ে ধারণা দেওয়া হয় শিক্ষার্থীদের।