কে জি এস মহর সোবহান মফিজ উদ্দিন উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ঝাউগড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি আঞ্জুমনোয়ারা বেগম হেনা।ছবি:এম আলমগীর

নিজস্ব প্রতিবেদক, বাংলারচিঠিডটকম: জামালপুরের মেলান্দহ উপজেলার কে জি এস মহর সোবহান মফিজ উদ্দিন উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।

২৮ ফেব্রুয়ারি ওই বিদ্যালয়টির মাঠে এ বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।

বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সম্পাদক সিরাজুল ইসলাম সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ঝাউগড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি আঞ্জুমনোয়ারা বেগম হেনা।

উদ্বোধকের বক্তব্য রাখেন ঘোষেরপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. সাইদুল ইসলাম লিটু।এতে স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক এসএম জুলফিকার আলী।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন ঘোষেরপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি মো. সামিউল আলম, মেলান্দহ উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মো. জালাল উদ্দিন, ঘোষেরপাড়া ইউনিয়নের কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মো. সুজাউদ্দৌলা প্রমুখ।অনুষ্ঠান সঞ্চালনা করেন ওই বিদ্যালয়ের জ্যেষ্ঠ শিক্ষক মোহাম্মাদ আব্দুল্লাহ।

এর আগে জাতীয় সংগীতের মাধ্যমে জাতীয় ও ক্রীড়া পতাকা উত্তোলন করা হয়। পরে প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিবৃন্দ বেলুন ওড়িয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন।

শেষে প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথিসহ বিশেষ অতিথিরা।