মহান শহীদ দিবসে জামালপুরে জাতীয় মহিলা সংস্থার আলোচনা সভা অনুষ্ঠিত

বক্তব্য রাখেন জামালপুর জেলা জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান ও জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি আঞ্জুমনোয়ারা বেগম হেনা।ছবি: এম আলমগীর

নিজস্ব প্রতিবেদক, বাংলারচিঠিডটকম: মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে জামালপুর জাতীয় মহিলা সংস্থার আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ২১ ফেব্রুয়ারি সকালে বসাকপাড়া জাতীয় মহিলা সংস্থার কার্যালয়ে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জামালপুর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান ও জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি আঞ্জুমনোয়ারা বেগম হেনা।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাবেক মহিলা বিষয়ক সম্পাদক সাবিনা ইয়াসমিন, জেলা মহিলা আওয়ামী লীগের সহ-সভাপতি লাইলী বেগম, পারভীন আক্তার, যুগ্ম-সাধারণ সম্পাদক শাহনাজ পারভীন প্রমুখ। সভা সঞ্চালনা করেন জামালপুর জাতীয় মহিলা সংস্থার কর্মকর্তা মো. আসলাম উদ্দিন।

বক্তারা মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের তাত্পর্য তুলে ধরে বক্তব্য রাখেন।

এসময় জেলা মহিলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এস এম শেফালী আক্তার, আরিফা ইয়াসমিন ময়ূরী, জয়ন্তী কৈরী, দপ্তর সম্পাদক শামীমা বেগমসহ জাতীয় মহিলা সংস্থার কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ আলোচনা সভায় উপস্থিত ছিলেন।

এদিন সকাল ৭টা ৩০ মিনিটে দয়াময়ী মোড়ে অবস্থিত কেন্দ্রীয় শহীদ মিনারে জেলা জাতীয় মহিলা সংস্থার কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান।