সাংবাদিক জাহিদুর রহমান উজ্জলের লেখা ‘মুক্তিযুদ্ধে মাদারগঞ্জ’ এর মোড়ক উন্মোচন

সাংবাদিক জাহিদুর রহমান উজ্জলের বই ‘মুক্তিযুদ্ধে মাদারগঞ্জ’ এর মোড়ক উন্মোচন অনুষ্ঠান। ছবি: বাংলারচিঠিডটকম

মাদারগঞ্জ প্রতিনিধি, বাংলারচিঠিডটকম: মহান একুশে গ্রন্থমেলায় সাংবাদিক জাহিদুর রহমান উজ্জলের লেখা ‘মুক্তিযুদ্ধে মাদারগঞ্জ’ বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠান হয়েছে ২০ ফেব্রুয়ারি সোহরাওয়ার্দী উদ্যানের বই মেলা মোড়ক উন্মোচন মঞ্চে। বইটির মোড়ক উন্মোচন করেন শিল্প পুলিশ প্রধান ও অতিরিক্ত ডিআইজি মাহবুবর রহমান রিপন বিপিএম (বার) পিপিএম। এ সময় জাতীয় জাদুঘরের কীপার কবি শিহাব শাহরিয়ার, লেখক জাহিদুর রহমান উজ্জল, নারী উদ্দোক্তা আফসারী তান্মী, ছাত্রনেতা ইলিয়াস সানি, আমাতুল আজিজাসহ অনেকে।

বক্তারা বলেন, বায়ান্ন বছর পর এই প্রথম মাদারগঞ্জ অঞ্চলের মুক্তিযুদ্ধ চলাকালীন ঘটনা নিয়ে একটি ইতিহাস রচিত হলো। তা নিঃসন্দেহে একটি বড়কাজ। মুক্তিযুদ্ধ নিয়ে ইতিহাস রচনা করে মাদারগঞ্জকে সমৃদ্ধ করলো।

উল্লেখ ‘মুক্তিযুদ্ধে মাদারগঞ্জ’ বইটি প্রকাশ করেছে ঢাকার স্বরব্যঞ্জন প্রকাশনী। প্রচ্ছদ এঁকেছেন মোস্তাফিজ কারিগর। বইটি মেলার ২৮৫/২৮৬ নম্বর স্টলে পাওয়া যাচ্ছে।