জামালপুর জেলা ও পৌর শ্রমিক লীগের যৌথ সভা অনুষ্ঠিত

যৌথ সভায় বক্তব্য রাখেন শ্রমিক লীগ জামালপুর জেলা শাখার সভাপতি মো. মসিউর রহমান বাবু। ছবি: এম আলমগীর

নিজস্ব প্রতিবেদক, বাংলারচিঠিডটকম: জাতীয় শ্রমিক লীগ, জামালপুর জেলা ও পৌর শাখার সাংগঠনিক কার্যক্রম গতিশীল করার লক্ষ্যে যৌথ সভা অনুষ্ঠিত হয়েছে। ৭ ফেব্রুয়ারি সন্ধ্যায় বকুলতলাস্থ জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে এ যৌথ সভার আয়োজন করেন জামালপুর জেলা ও পৌর শ্রমিক লীগের নেতৃবৃন্দ।

জাতীয় শ্রমিক লীগ, জামালপুর জেলা শাখার সভাপতি মো. মসিউর রহমান বাবুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুল আউয়াল চিশতীর সঞ্চালনায় যৌথ সভায় বক্তব্য রাখেন জেলা শ্রমিক লীগের সহ-সভাপতি রফিকুল ইসলাম, শাজাহান আলী, যুগ্ম-সাধরণ সম্পাদক মো. ছানোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক সোলাইমান লাল, নূরুল ইসলাম বাবুল, প্রচার সম্পাদক আজাদ খান, পৌর শ্রমিক লীগের সভাপতি মোজাম্মেল হক, সহ-সভাপতি ফেরদৌস আলম কেরামত, আব্দুল মোতালেব, মতিউর রহমান বাদল, যুগ্ম-সাধারণ সম্পাদক শেখ মোহাম্মাদ উজ্জ্বল, সাংগঠনিক সম্পাদক হারুন অর রশিদ, দপ্তর সম্পাদক ছানোয়ার হোসেন ছানু, সহ-সম্পাদক সাইফুল ইসলাম প্রমুখ।

বক্তারা বলেন, বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে, আগামী জাতীয় সংসদ নির্বাচনে নৌকা মার্কায় ভোট দিয়ে পুনরায় শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী করতে হবে। এছাড়াও পৌরসভায় ১৭টি ওয়ার্ডকে গতিশীল করে সংগঠনের সাংগঠনিক কার্যক্রম গতিশীল করার আহ্বান জানান।

এছাড়াও যৌথ সভায় জেলা ও পৌর শ্রমিক লীগের সকল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

sarkar furniture Ad
Green House Ad