শেখ হাসিনার সব চিন্তা এদেশের দরিদ্র মানুষ নিয়ে : ধর্ম প্রতিমন্ত্রী

বক্তব্য রাখেন ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান দুলাল এমপি। ছবি: বাংলারচিঠডটকম

লিয়াকত হোসাইন লায়ন, ইসলামপুর প্রতিনিধি, বাংলারচিঠিডটকম: ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান দুলাল এমপি বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সব চিন্তা এদেশের দরিদ্র মানুষ নিয়ে।

শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের উন্নয়ন এখন আন্তর্জাতিক অঙ্গনে স্বীকৃত মন্তব্য করে তিনি বলেন, ‘এখন আপনি যেখানেই যান বাংলাদেশের নাম।’

জামালপুরের ইসলামপুর উপজেলায় সুধী সমাবেশ, চিকিৎসা ও বিক্রয় কেন্দ্র উদ্বোধন ও শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, যারা স্বাধীনতার সময় আমাদের পক্ষে ছিল না তারাও এখন আমাদের সমীহ করে কথা বলে।

রিকশা, ভ্যান, ইজিবাইক শ্রমিকদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান দুলাল এমপি। ছবি: বাংলারচিঠডটকম

ফরিদুল হক খান দুলাল অডিটরিয়ামে ২ জানুয়ারি দুপুরে সুধী সমাবেশ, উদ্বোধন ও ১ হাজার রিকশা, ভ্যান, ইজিবাইক শ্রমিকদের মাঝে শীতবস্ত্র তুলে দেন তিনি।

হামদর্দ বাংলাদেশের পরিচালক মোহাম্মদ শরীফুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন হামদর্দ বাংলাদেশের পরিচালক তথ্য ও গণসংযোগ আমিরুল মোমেনীন মানিক, উপ-সচিব মাহমুব আলম, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মু. তানভীর হাসান রুমান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আইনজীবী আ. সালাম প্রমুখ।