জামালপুরে দুর্যোগ প্রস্তুতি প্রকল্পের অবহিতকরণ সভা

জামালপুরে দুর্যোগ পূর্ব প্রস্তুতি প্রকল্পের অবহিতকরণ সভায় বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ মোকলেছুর রহমান।ছবি:বাংলারচিঠিডটকম

নিজস্ব প্রতিবেদক, বাংলারচিঠিডটকম: দুর্যোগে জানমালের ক্ষয়ক্ষতি থেকে মানুষকে রক্ষায় দাতা সংস্থা এডিএইচ এর সহায়তায় ওয়ার্ল্ড ভিশনের উদ্যোগে বাস্তবায়নাধীন দুর্যোগ প্রস্তুতি প্রকল্পের অবহিতকরণ সভা ৩০ নভেম্বর অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ মোকলেছুর রহমান।

জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত উন্নয়ন সংঘের মানবসম্পদ বিভাগের পরিচালক জাহাঙ্গীর সেলিমের সঞ্চালনায় সভায় অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন সিভিল সার্জন ডা. প্রণয় কান্তি দাস, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মো. আলমগীর হোসেন, ওয়ার্ল্ড ভিশনের লাইভলিহুড প্রোগ্রাম ম্যানেজার রুহুল আমিন, দুর্যোগ পূর্বপ্রস্তুতি প্রকল্পের ব্যবস্থাপক প্রশান্ত শর্মা রায়, জামালপুর এরিয়া প্রোগ্রামের ব্যবস্থাপক সাগর ডি কস্তা, জামালপুর প্রেসক্লাবের সভাপতি হাফিজ রায়হান সাদা, জেলা প্রেসক্লাবের সভাপতি ফজলে এলাহী মাকাম, ব্র্যাক জেলা সমন্বয়কারী মনির হোসেন খান, তরঙ্গ মহিলা কল্যাণ সংস্থার নির্বাহী পরিচালক শামীমা খান, উন্নয়ন সংঘের এরিয়া প্রোগ্রামের ব্যবস্থাপক মিনারা পারভীন, অপরাজেয় বাংলাদেশের কেন্দ্র ব্যবস্থাপক আশরাফ হোসেন, লক্ষিরচর ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্য জিয়াউল হক প্রমুখ।

২ কোটি ৮ লাখ টাকা বরাদ্দের প্রকল্পটি জামালপুরে জেলার সদর ও ইসলামপুর উপজেলার ৬টি ইউনিয়নে দুর্যোগে পূর্বপ্রস্তুতি নিয়ে সচেতনতামূলক বিভিন্ন কার্যক্রম পরিচালিত হবে। বছরব্যাপী দুর্যোগ মোকাবেলায় জাগরণমূলক কাজের পাশাপাশি বিভিন্ন উপকরণ এবং দুর্যোগকালীন ত্রাণ কার্যক্রম পরিচালনা করা হবে বলে সভায় জানানো হয়।