জামালপুরে এপির উদ্যোগে ছাগল ও সেলাই মেশিন বিতরণ

জামালপুর এপির উদ্যোগে হতদরিদ্র পরিবারের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়।ছবি:বাংলারচিঠিডটকম

নিজস্ব প্রতিবেদক, বাংলারচিঠিডটকম: পরিবারের অর্থনৈতিক সয়ম্ভরতা অর্জনের মাধ্যমে শিশুদের সার্বিক বিকাশ তরান্বিত করার লক্ষ্যে ৩০ নভেম্বর জামালপুরে ১৬০টি হতদরিদ্র পরিবারে মাঝে ছাগল ও সেলাই মেশিন বিতরণ করা হয়। ১৭টি পরিবারের মাঝে সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ মোকলেছুর রহমান।

জামালপুরে হতদরিদ্র পরিবারের মাঝে ছাগল বিতরণ করা হয়।ছবি:বাংলারচিঠিডটকম

উন্নয়ন সংঘের মানবসম্পদ উন্নয়ন পরিচালক জাহাঙ্গীর সেলিমের পরিচালনায় জেলা প্রশাসকের সভাকক্ষে সেলাই মেশিন বিতরণকালে অন্যান্যের মাঝে উপস্থিত সিভিল সার্জন ডা. প্রণয় কান্তি দাস, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মো. আলমগীর হোসেন, ওয়ার্ল্ড ভিশনের লাইভলিহুড প্রোগ্রাম ম্যানেজার রুহুল আমিন, দুর্যোগ পূর্বপ্রস্তুতি প্রকল্পের ব্যবস্থাপক প্রশান্ত শর্মা রায়, জামালপুর এরিয়া প্রোগ্রামের ব্যবস্থাপক সাগর ডি কস্তা, জামালপুর প্রেসক্লাবের সভাপতি হাফিজ রায়হান সাদা, জেলা প্রেসক্লাবের সভাপতি ফজলে এলাহী মাকাম, ব্র্যাক জেলা সমন্বয়কারী মনির হোসেন খান, তরঙ্গ মহিলা কল্যাণ সংস্থার নির্বাহী পরিচালক শামীমা খান, উন্নয়ন সংঘের এরিয়া প্রোগ্রামের ব্যবস্থাপক মিনারা পারভীন প্রমুখ।

এর আগে উন্নয়ন সংঘের চাইল্ডসিটি, লক্ষ্মীরচর ও শরিফপুর ইউনিয়নে ১৪৩টি পরিবারের মাঝে ৪২৩টি ছাগী বিতরণ করা হয়। ছাগল বিতরণ করেন জামালপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা লিটুস লরেন্স চিরান।