মাছধরার জালে উঠে এলো পুলিশের বডিব্যাগে মানুষের কঙ্কাল

উদ্ধার কঙ্কাল।ছবি: বাংলারচিঠিডটকম

জাহিদুর রহমান উজ্জল, মাদারগঞ্জ প্রতিনিধি, বাংলারচিঠিডটকম: জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় যমুনার শাখা নদী থেকে মাছ ধরার জালে উঠে এলো পুলিশের কাজে ব্যবহৃত লাশ বহনকারী বডিব্যাগসহ একটি মানুষের কঙ্কাল।

জানা গেছে, ২৬ নভেম্বর বিকালে মাদারগঞ্জ উপজেলার জোড়খালি ইউনিয়নের আতামারী গ্রামের পাশ দিয়ে প্রবাহিত শাখা যমুনা নদীতে মাছ ধরার সময় জেলেদের মাছ ধরার জালে উঠে আসে লাশ বহনকারী পুলিশ বডিব্যাগ এবং তার মধ্যে থাকা একটি নরকঙ্কাল। পরে স্থানীয়রা মাদারগঞ্জ থানায় খবর দিলে মাদারগঞ্জ মডেল থানা পুলিশের এসআই তপনের নেতৃত্বে পুলিশ ঘটনাস্থল থেকে ব্যাগসহ কঙ্কালটি থানায় নিয়ে যান।

এ বিষয়ে মাদারগঞ্জ থানার এসআই তপন বলেন, জেলেরা মাছ ধরার সময় তাদের জালে কঙ্কালবন্দী ব্যাগটি আটকা পরলে থানায় খবর দিলে পরে কঙ্কালটি থানায় আনা হয়।

মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুব হক বলেন, ঘটনাস্থল থেকে একটি কঙ্কালের কিছু অংশ উদ্ধার করে থানায় আনা হয়েছে। তবে পুলিশ ব্যাগে কঙ্কাল বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।