ভেঙ্গেপড়া সেতু পুনঃনির্মাণের দাবি শুয়াকৈর এলাকাবাসীর

শুয়াকৈর এলাকায় ভেঙ্গেপড়া সেতু পুনঃনির্মাণের দাবিতে মানববন্ধন করে এলাকাবাসী।ছবি: বাংলারচিঠিডটকম

সরিষাবাড়ী প্রতিনিধি, বাংলারচিঠিডটকম: জামালপুরের সরিষাবাড়ী উপজেলার কামারাবাদে ঝিনাই নদীর উপর নির্মিত ভেঙ্গেপড়া সেতুর পুনঃনির্মাণের দাবিতে মানববন্ধন করেছে স্থানীয় এলাকাবাসী। ২৬ নভেম্বর সকালে উপজেলার কামরাবাদ ইউনিয়নের শুয়াকৈর ভাঙ্গা সেতুপাড় এলাকায় ঘণ্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে কয়েক গ্রামের শতাধিক মানুষ অংশ নেয়।

মানববন্ধনে বক্তারা বলেন, উপজেলার কামরাবাদ ইউনিয়নের শুয়াকৈর এলাকায় ঝিনাই নদীর ওপর ২০০৩-০৪ অর্থবছরে এলজিইডির অর্থায়নে প্রায় দুই কোটি টাকা ব্যয়ে সেতুটি নির্মিত হয়। ২০০ মিটার দৈর্ঘ্যের সেতুটির নির্মাণকাজ ২০০৬ সালে শেষ হয়। নির্মাণের প্রায় ১৪ বছর পর ২০২০ সালের ২২ জুলাই বন্যার পানির তোড়ে সেতুর মাঝখানের চারটি পিলার ও তিনটি স্প্যানসহ প্রায় ৬০ মিটার অংশ ভেঙে পড়ে। বন্যায় ভেঙ্গেপড়া সেতুটি দ্রুতসময়ের মধ্যে পুনঃনির্মাণের কিংবা সংস্কারের দাবি জানান তারা।

মানববন্ধনে বক্তব্য রাখেন স্থানীয় চেয়ারম্যান আব্দুস সালাম, উপজেলা যুবলীগের সভাপতি এ কে এম আশরাফুল ইসলাম, পৌর কাউন্সিল সাখাওয়াতুল আলম মুকুলসহ স্থানীয়রা।