দিগপাইতে মল্লিক মন্ডল দাখিল মাদ্রাসার নবনির্মিত ভবন উদ্বোধন

দিগপাইতে মল্লিক মন্ডল দাখিল মাদ্রাসার নবনির্মিত ভবন উদ্বোধনের পর মোনাজাতে অংশ নেন অতিথিবৃন্দ। ছবি: বাংলারচিঠিডটকম

মাহমুদুল হাসান মুক্তা, জামালপুর প্রতিনিধি, বাংলারচিঠিডটকম: জামালপুর সদর উপজেলার দিগপাইত ইউনিয়নের ঘোড়ামারা এলাকায় মল্লিক মন্ডল দাখিল মাদ্রাসার ৪ তলা ভীত বিশিষ্ট একতলা একাডেমির নবনির্মিত ভবনের উদ্বোধন করা হয়েছে। ২৬ নভেম্বর বিকেলে ফিতা কেটে ও ফলক উম্মোচন করে মাদ্রাসার নবনির্মিত ভবনের উদ্বোধন করেন জামালপুর সদর আসনের সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা প্রকৌশলী মো. মোজাফ্ফর হোসেন। এ উপলক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়।

মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি একেএম মাহবুবুর রহমান মহব্বতের সভাপতিত্বে ও মাদ্রসার সহকারি মৌলভী মো. এরশাদুজ্জামানের সঞ্চালনায় আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জামালপুর সদর আসনের সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা প্রকৌশলী মো. মোজাফ্ফর হোসেন।

এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন মল্লিক মন্ডল দাখিল মাদ্রাসার প্রতিষ্ঠাতা এডভোকেট মো. খলিলুর রহমান, জামালপুর শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মো. আনোয়ার হোসেন, সহকারী প্রকৌশলী মো. সৈয়দ আলিমুজ্জামান, ঢাকা মেহেরুন্নিছা গার্লস স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ বর্ণালী হোসেন, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. বাবুল আক্তার বাবু, সাধারণ সম্পাদক লুৎফর রহমানসহ অত্র মাদ্রাসার শিক্ষকবৃন্দ ও অন্যান্য অতিথিবৃন্দ। পরে মোনাজাতে অংশ নেন বীর মুক্তিযোদ্ধা মোজাফ্ফর হোসেন এমপিসহ অন্যান্য অতিথিবৃন্দ।

জানা যায়, ৮৬ লাখ টাকা ব্যয়ে নবনির্মিত ভবনটির বাস্তবায়ন করেন শিক্ষা প্রকৌশল অধিদপ্তর।