বকশীগঞ্জের বাঘাডুবি দাখিল মাদ্রাসা সুপারসহ ৬ জন শিক্ষককে বিদায়ী সংবর্ধনা

জিএম ফাতিউল হাফিজ বাবু, বকশীগঞ্জ প্রতিনিধি, বাংলারচিঠিডটকম: জামালপুরের বকশীগঞ্জ উপজেলার কলকীহারা বাঘাডুবি দাখিল মাদ্রাসার সুপারসহ ৬ জন শিক্ষককে ৮ নভেম্বর দুপুরে বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে। তারা হলেন সুপার আলহাজ্ব মাওলানা মো. আবুল কালাম আজাদ, সহ-সুপার মাওলানা মো. জামাল উদ্দিন, এবতেদায়ী প্রধান মাওলানা মো. আব্দুর রাজ্জাক, মাধ্যমিক কারী মো. মজিবুর রহমান, এবতেদায়ী মৌলবী মো. হাবিবুর রহমান ও সহকারী শিক্ষক মো. রুস্তম আলী।

বিদায়ী অনুষ্ঠানে ভারপ্রাপ্ত সুপার মাওলানা মো. মিজানুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানঠির ম্যানেজিং কমিটির সভাপতি ও সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল হামিদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সুপার মাওলানা আব্দুল মাজেদ, অধ্যক্ষ মো. আ. সালাম, খয়ের উদ্দিন ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মো. রফিকুল ইসলাম, ফারাজীপাড়া হাইস্কুলের প্রধান শিক্ষক মো. সফিকুল ইসলাম, বকশীগঞ্জ কোহিনুর আদর্শ মহিলা দাখিল মাদ্রাসার সুপার মাওলানা শাফিউল ইসলাম, জাগিরপাড়া হাইস্কুলের প্রধান শিক্ষক মো. আ. মান্নান, চন্দ্রবাজ শেফালী মফিজ আলিম মাদ্রাসার অধ্যক্ষ মো. আ. রশিদ এছাড়াও অন্যান্য দাখিল মাদ্রাসার সুপারসহ মাদ্রাসার ম্যানেজিং কমিটির সদস্য মো. লুৎফর রহমান, আ. বারেক, সেকান্দর আলীসহ মাদ্রাসার সকল শিক্ষক উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন সহকারী শিক্ষক আ. হক।