দেওয়ানগঞ্জে কমিউনিটি পুলিশিং ডে পালিত

আলোচনা সভায় বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার দেওয়ানগঞ্জ সার্কেল রাকিবুল হাসান।ছবি: বাংলারচিঠিডটকম

বিল্লাল হোসেন মন্ডল, দেওয়ানগঞ্জ প্রতিনিধি, বাংলারচিঠিডটকম : ‘কমিউনিটি পুলিশিংয়ের মূলমন্ত্র, শান্তি শৃঙ্খলা সর্বত্র’ এ পতিপাদ্য স্লোগানকে সামনে রেখে জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় কমিউনিটি পুলিশিং ডে পালিত হয়েছে। ২৯ অক্টোবর সকালে বাংলাদেশ পুলিশ দেওয়ানগঞ্জ মডেল থানা আয়োজনে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সকালে মডেল থানা থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করা হয়। পরে থানা হলরুমে ওসি (তদন্ত) আনছার উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা অতিরিক্ত পুলিশ সুপার দেওয়ানগঞ্জ সার্কেল রাকিবুল হাসান।

দেওয়ানগঞ্জে কমিউনিটি পুলিশিং ডে উপলক্ষে শোভাযাত্রা বের করা হয়। ছবি: বাংলারচিঠিডটকম

অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের (ভারঃ) সভাপতি আবুবক্কর সিদ্দিক, সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, যুগ্ম-সাধারণ সম্পাদক আসলাম হোসেন, সাংগঠনিক সম্পাদক মমতাজ উদ্দিন আহাম্মেদ, পৌর আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের নবনির্বাচিত সদস্য হারুন অর রশীদ হারুন, বীরমুক্তিযোদ্ধা খাইরুল ইসলাম, নারায়ণ চন্দ্র।

এসময় জনপ্রতিনিধি, শিক্ষক, সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।