জামালপুরে অপরাজেয়র উদ্যোগে শিশু অধিকার সপ্তাহ পালিত

বিভিন্ন খেলা ও প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার দেওয়া হয়। ছবি: বাংলারচিঠিডটকম

নিজস্ব প্রতিবেদক, বাংলারচিঠিডটকম: ‘গড়বে শিশু সোনার দেশ, ছড়িয়ে দিয়ে আলোর রেস’ এ প্রতিপাদ্যের আলোকে জামালপুর অপরাজেয় বাংলাদেশের উদ্যোগে জামালপুরে শিশু অধিকার সপ্তাহ উপলক্ষে ৭ অক্টোবর আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক সরূপ কাহালী।

বিভিন্ন খেলা ও প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার দেওয়া হয়। ছবি: বাংলারচিঠিডটকম

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উন্নয়ন সংঘের মানবসম্পদ উন্নয়ন পরিচালক জাহাঙ্গীর সেলিম। এতে অন্যান্যের মাঝে আলোচনায় অংশ নেন অপরাজেয় বাংলাদেশের শিক্ষক বাদল ফরাজী, মো. আদিল প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন অপরাজেয় বাংলাদেশের কেন্দ্র ব্যবস্থাপক মো. আশরাফুল ইসলাম।

শিশুরা মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে।ছবি: বাংলারচিঠিডটকম

সভার আগে কেন্দ্রের শিশুরা মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে। সভা শেষে শিশু অধিকার সপ্তাহ উপলক্ষে চিত্রাঙ্কন, রচনা প্রতিযোগিতা ও বিভিন্ন খেলায় অংশগ্রহণ করে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।