জামালপুরে ৫ দফা দাবিতে অ্যাম্বুলেন্স মালিক কল্যাণ সমিতির মানববন্ধন

অ্যাম্বুলেন্স মালিক কল্যাণ সমিতির উদ্যোগে মানববন্ধন করা হয়। ছবি: মিঠু আহমেদ

নিজস্ব প্রতিবেদক, বাংলারচিঠিডটকম: মাননীয় প্রধানমন্ত্রীর নিকট ৫ দফা দাবি বাস্তবায়নের দাবিতে মানববন্ধন করেছে বাংলাদেশ অ্যাম্বুলেন্স মালিক কল্যাণ সমিতি জামালপুর জেলা শাখা। ১ অক্টোবর সকালে জামালপুর প্রেসক্লাবের সামনে ঘণ্টাব্যাপী এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে উপস্থিত ছিলেন সমিতির জামালপুর জেলা শাখার সভাপতি ফারুক আহমেদ, সাধারণ সম্পাদক রেজাউল করিম নীলু, কোষাধ্যক্ষ যোবায়ের হোসেন দিপু।

এছাড়াও উপস্থিত ছিলেন ফারুকুজ্জামান রবিন, রাকিব হাসান,জাকিরুল ইসলাম জনি, আকাশ আহমেদ, আব্দুল হাকিম প্রমুখ।

বক্তারা ৫ দফা দাবি- অ্যাম্বুলেন্স চলাচলে জাতীয় নীতিমালা, অ্যাম্বুলেন্স আয়কর মুক্ত/বাণিজ্যিক রেজিস্ট্রেশন, দেশের সকল রাস্তা, সেতু ও ফেরিতে মাননীয় প্রধানমন্ত্রী ঘোষিত টোল ফ্রি বাস্তবায়ন, অ্যাম্বুলেন্সে ৮ আসন অনুমোদনসহ সকল হাসপাতালে অ্যাম্বুলেন্স পার্কিং সুবিধাসহ ৫টি দাবি তুলে ধরেন।