বাংলাদেশের যা কিছু অর্জন তা আওয়ামী লীগের হাত ধরেই : ধর্ম প্রতিমন্ত্রী

বর্ধিত সভায় বক্তব্য রাখেন ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান।ছবি: বাংলারচিঠিডটকম

লিয়াকত হোসাইন লায়ন, ইসলামপুর প্রতিনিধি, বাংলারচিঠিডটকম: ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান এমপি বলেছেন, আওয়ামী লীগ ঐক্যবদ্ধ থাকলে কোন শক্তি নেই পরাজিত করতে পারে। সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধ হয়ে সংগঠনকে পরিচালিত করতে হবে। সংগঠনকে শক্তিশালী করতে হবে। বাংলাদেশের যা কিছু অর্জন তা আওয়ামী লীগের হাত ধরেই। তাই চলমান উন্নয়ন অব্যহত রাখতে সকল অপশক্তি রোধ করে আগামী দিনে বিজয় ছিনিয়ে আনতে ঐক্যের বিকল্প নেই।

জামালপুরের ইসলামপুর উপজেলার গোয়ালেরচর ইউনিয়ন আওয়ামী লীগ আয়োজিত মহলগিরি দাখিল মাদ্রাসা মিলনায়তনে ২৪ সেপ্টেম্বর দুপুরে বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, আমরা আজ বঙ্গবন্ধুর অসমাপ্ত কাজগুলো বাস্তবায়ন করছি। স্বাধীনতার পর বিগত ৫০ বছরে আমাদের যা কিছু অর্জন তা বঙ্গবন্ধুর এবং আওয়ামী লীগের হাত ধরেই হয়েছে। আমাদের এই উন্নয়নের গতিধারা অব্যাহত থাকলে বিশ্ব দরবারে বাংলাদেশ ২০৪১ সালের মধ্যেই বঙ্গবন্ধু শেখ মুজিবের ক্ষুধা-দারিদ্র্যমুক্ত ও উন্নত-সমৃদ্ধ স্বপ্নের সোনার বাংলাদেশে পরিণত হবে। শেখ হাসিনা নেতৃত্বে বাংলাদেশ আজ রোল মডেল।

ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোশারফ হোসেনের সভাপতিত্বে এতে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আইনজীবী আব্দুস সালাম, সহ-সভাপতি শাহাদত হোসেন স্বাধিন, সাংগঠনিক সম্পাদক খলিলুর রহমান, আব্দুল খালেক আকন্দ, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আক্রামুজ্জামান হিরু প্রমুখ।

ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলী মোজতবা বিপুলের সঞ্চালনায় এতে উপজেলা, ইউনিয়ন, ওয়ার্ড আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা বক্তব্য রাখেন।