৫৫ বছরের পথচলা সরিষাবাড়ী উপজেলা আওয়ামী লীগের

সরিষাবাড়ী প্রতিনিধি, বাংলারচিঠিডটকম: দেশ ও দেশের মানুষের স্বাধিকার আদায়ের লক্ষ্যে নানা গুণীজনের ঐকান্তিক চেষ্টায় ১৯৬৮ সালের ১৮ সেপ্টেম্বর জামালপুরের সরিষাবাড়ী থানা আওয়ামী লীগ প্রতিষ্ঠিত হয়। সর্বজন শ্রদ্ধেয় সেসব গুণীজনের অনেকে আজ পরপারে পাড়ি জমিয়েছেন। তাদের স্মৃতিচারণ করতে গিয়ে সকলকে শুভেচ্ছা জানিয়ে ১৮ সেপ্টেম্বর সকালে ফেসবুকে স্ট্যাটাসে এমনটাই জানিয়েছে উপজেলা আওয়ামী লীগের সভাপতি ছানোয়ার হোসেন বাদশা।

তিনি তার ফেসবুক স্ট্যাটাসে জানান, পৌরসভার শিমলাবাজারের আনসার ক্লাবে ১৯৬৮ সালে সরিষাবাড়ী থানা আওয়ামী লীগের পথচলা শুরু হয়।

সরিষাবাড়ী থানা আওয়ামী লীগ গঠনে তৎকালীন রাজনৈতিক ব্যক্তিদের মধ্যে মহান মুক্তিযুদ্ধের সংগঠক ডা. মোজাহের আলী, আব্দুল গণি মিয়া, আব্দুল মজিদ চেয়ারম্যান, সোহরাব আলী, শেখ এম এ লতীফের ভূমিকা অন্যতম। প্রতিষ্ঠাকালিন সময়ে পরম শ্রদ্ধেয় নেতাদের মধ্যে বীর মুক্তিযোদ্ধা শেখ এম এ লতীফ ও আব্দুস ছাত্তার তরফদার ছাড়া সকলেই এখন প্রয়াত। সরিষাবাড়ী থানা আওয়ামী লীগের প্রতিষ্ঠাকালীন সভায় সভাপতিত্ব করেন ডা. মোজাহের আলী।

ওই সভায় ডা. মোজাহের আলীকে সভাপতি, আব্দুল গণি মিয়াকে সাধারণ সম্পাদক ও শেখ এম এ লতীফকে সাংগঠনিক সম্পাদক হিসাবে ঘোষণা করা হয়। এর মধ্য দিয়ে প্রথমতঃ সরিষাবাড়ী থানা আওয়ামী লীগের কার্যক্রম শুরু হয়।

সরিষাবাড়ী থানা আওয়ামী লীগের সাংগঠনিক কার্যক্রম শুরুর পরের বছর অর্থাৎ ১৯৬৯ সালের ৪ এপ্রিল ডা. মোজাহের আলী মৃত্যুবরণ করেন। এর তিন বছর পর ১৯৭২ সালের ২১ সেপ্টেম্বর আব্দুল গণি মিয়া মৃত্যুবরণ করেন। মহান মুক্তিযুদ্ধের আরেক সংগঠক আব্দুল মজিদ চেয়ারম্যান ২০০৭ সালের ১১ ফেব্রুয়ারি মৃত্যু বরণ করেন।

এ ব্যাপারে উপজেলা আওয়ামী লীগের সভাপতি ছানোয়ার হোসেন বাদশা জানান, প্রতিষ্ঠাকালীন সময়ের প্রয়াত সকল পরম শ্রদ্ধেয় নেতাদের প্রতি গভীর শ্রদ্ধা আর বেঁচে থাকা নেতাদের দীর্ঘায়ু কামনা করেন তিনি।