এডিবি বাজেট সহায়তা হিসেবে বাংলাদেশকে ৫০০ মিলিয়ন ডলার দেবে

বাংলারচিঠিডটকম ডেস্ক ❑ এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক (এডিবি) বাংলাদেশকে বাজেট সহায়তা হিসেবে সহজ শর্তে ৫০০ মিলিয়ন ডলার দেবে।

বাংলাদেশে এডিবির কান্ট্রি ডিরেক্টর এডিমন গিন্টিং ১৫ সেপ্টেম্বর পরিকল্পনামন্ত্রী এম এ মান্নানের সঙ্গে তার কার্যালয়ে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এ কথা জানান।

তিনি আরও জানান যে, অন্যান্য ঋণদাতা সহ-অর্থদাতা হিসেবে এগিয়ে আসবে।

এর আগে, ম্যানিলা ভিত্তিক ঋণদানকারী সংস্থাটি আগামী তিন বছরে বাংলাদেশকে ৯.০৫ বিলিয়ন ডলার দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে।

তারা ২০২৬ সালে এলডিসি থেকে সফলভাবে উত্তরণের করার জন্য প্রয়োজনীয় প্রস্তুতি নিশ্চিত করার জন্য বাংলাদেশকে এই ধরনের সহায়তা প্রদান করবে।