বিএনপিনেতার ছেলে বশেফমুবিপ্রবি ছাত্রলীগের আহ্বায়ক!

আহ্বায়কসহ বিতর্কিত নেতৃত্ব পরিবর্তনের দাবিতে বশেফমুবিপ্রবিতে ছাত্রলীগের মানববন্ধন। ছবি : বাংলারচিঠিডটকম

মুত্তাছিম বিল্লাহ, মেলান্দহ প্রতিনিধি, বাংলারচিঠিডটকম: বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (বশেফমুবিপ্রবি) শাখা ছাত্রলীগের কমিটিতে বিএনপিনেতার ছেলেকে আহ্বায়ক করার প্রতিবাদে মানববন্ধন করেছে বিশ্ববিদ্যালয়ের বিক্ষুব্ধ ছাত্রলীগ নেতা-কর্মীরা। ১৪ সেপ্টেম্বর দুপুরে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছাত্রলীগের ব্যানারে এ কর্মসূচি পালিত হয়।

প্রায় ঘণ্টাব্যাপী অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন বিশ^বিদ্যালয় শাখা ছাত্রলীগের যুগ্ম-আহ্বায়ক এহসানুল হক ইরফান, নূর-এ-জান্নাত, মোস্তাফিজুর রহমান, অভিমান সরকার, সদস্য কাওছার আহমেদ সুকর্ন প্রমুখ।

বক্তারা বলেন, গত ৩১ জুলাই রাতে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের ৬৩ সদস্যের একটি আহ্বায়ক কমিটির অনুমোদন দেয় কেন্দ্রীয় ছাত্রলীগ। কমিটির আহ্বায়ক কাউছার আহমেদ স্বাধীন জামালপুর সদর উপজেলার তুলশীরচর ইউনিয়নের চিহ্নিত বিএনপি নেতা মো. আনোয়ার হোসেন মাস্টারের ছেলে। তিনিসহ আরো অনেকেই বিএনপি-জামায়াতের পরিবারের সন্তানরা রয়েছে কমিটিতে। তাদের নেতৃত্বে ছাত্রলীগ চলতে পারে না। ফলে আমরা ওই কমিটির আহ্বায়কের নেতৃত্বকে কখনোই মানতে পারবো না। এই আহ্বায়ক কমিটির কারণে বর্তমানে ক্যাম্পাসে ছাত্রলীগের নেতাকর্মীদের মাঝে অস্থিরতা বিরাজ করছে। কমিটির বিতর্কিত আহ্বায়কসহ অন্যান্যদের বাদ দিয়ে কমিটি থেকে বাদ দেওয়ার জন্য ছাত্রলীগের কেন্দ্রীয় নেতৃবৃন্দের প্রতি আহ্বান জানান বক্তারা।