দেওয়ানগঞ্জে উন্মুক্ত জলাশয়ে মাছের পোনা অবমুক্ত

দেওয়ানগঞ্জে উন্মুক্ত জলাশয়ে মাছের পোনা অবমুক্ত করা হয়। ছবি: বাংলারচিঠিডটকম

বিল্লাল হোসেন মন্ডল, দেওয়ানগঞ্জ প্রতিনিধি, বাংলারচিঠিডটকম: জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় উন্মুক্ত জলাশয়ে মাছের পোনা অবমুক্ত করা হয়েছে। ১২ সেপ্টেম্বর সকালে উপজেলা মৎস্য বিভাগের আয়োজনে পৌর শহরের ব্রহ্মপুত্র নদে উন্মুক্ত জলাশয়ে মাছের পোনা অবমুক্ত করা হয়। মিশ্র জাতের রুই, কাতল ও মৃগেলসহ বিভিন্ন প্রজাতির দেশীয় মাছের ২ মণ পোনা মাছ অবমুক্ত করা হয়।

মাছের পোনা অবমুক্তকরণের সময় প্রধান অতিথি ছিলেন- উপজেলা পরিষদের চেয়ারম্যান সোলায়মান হোসেন।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কামরুন্নাহার শেফা, জেলা মৎস কর্মকর্তা এস এম খালেকুজ্জামান, ভাইস চেয়ারম্যান দেওয়ান ইমরান, পৌর মেয়র শেখ মোহাম্মদ নুরুন্নবী অপু, দেওয়ানগঞ্জ মডেল থানা অফিসার ইনর্চাজ শ্যামল চন্দ্র ধর, সাবেক জেলা পরিষদের সদস্য আসলাম হোসেন, স্থানীয় এমপি প্রতিনিধি বিকাশ কবীর ইমরান, উপজেলা মৎস কর্মকর্তা শফিউল আলম, উপজেলা কৃষি কর্মকর্তা পরেশ চন্দ্র দাস, আওয়ামী নেতা শাহজাহান আকন্দ ও পৌর সভার কাউন্সিলরবৃন্দ।