খরকা বিলের নাম হলো ‘মির্জা আজম খরকা ঝিল’

জাহিদুর রহমান উজ্জল, মাদারগঞ্জ প্রতিনিধি, বাংলারচিঠিডটকম: মাদারগঞ্জ উপজেলা পরিষদের মাসিক সভায় মাদারগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী খরকা বিলের নাম ‘মির্জা আজম খরকা ঝিল’ নামকরণের প্রস্তাব গৃহীত হয়। ফলে এই বিলটিকে এখন থেকে ‘মির্জা আজম খরকা ঝিল’ নামে ডাকা হবে। ২৯ আগস্ট মাদারগঞ্জ উপজেলা পরিষদের মাসিক সভায় এই সিন্ধান্ত হয়।

উপজেলা পরিষদের চেয়ারম্যান ও সভার সভাপতি মো. ওবায়দুর রহমান বেলাল জানান, এককালের ঐহিত্যবাহী এই বিলটিকে আধুনিকতার ছোঁয়ায় উন্নত করার লক্ষে এই এলাকা থেকে বারবার নির্বাচিত সংসদ সদস্য ও কেন্দ্রিয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম নতুন প্রকল্প গ্রহণ করেন। ফলে অবহেলিত এই বিল এখন সেরা পর্যটন কেন্দ্রে পরিচিত লাভ করছে। বিলের দু’ধারে পাঁকা রাস্তা, বিলের ওপর দৃষ্টিনন্দন সেতু, পাশে সাংস্কৃতিক কেন্দ্র, স্টেডিয়াম, পৌরসভা ভবন বিলটিকে সমৃদ্ধ করেছেন। ফলে উন্নয়নের এই মহাকাব্য ঘিরে সকলের প্রত্যাশা ছিলো এই বিলের সাথে অঙ্গাঅঙ্গীভাবে জড়িয়ে থাকুক মির্জা আজম এমপি মহোদয়ের নাম। এই প্রত্যাশা পূরণের জন্য উপজেলা পরিষদের সভায় প্রস্তাবটি পাস হয়।

এই সিন্ধান্তকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন উপজেলার বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক প্রতিষ্ঠান ও ব্যক্তিবর্গ।