আখচাষীদের জীবনমানোন্নয়নে বর্তমান সরকার বদ্ধ পরিকর : ধর্ম প্রতিমন্ত্রী

সভায় বক্তব্য রাখেন ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান। ছবি: বাংলারচিঠিডটকম

লিয়াকত হোসাইন লায়ন, ইসলামপুর প্রতিনিধি, বাংলারচিঠিডটকম : ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান বলেছেন, আখের মূল্য বৃদ্ধি, পুর্জি ব্যবস্থা ডিজিটালাইজেশনসহ আখচাষীদের জীবনমানোন্নয়নে বর্তমান সরকার বদ্ধ পরিকর। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আজীবন শোষিত, বঞ্চিত ও মেহনতি মানুষের অধিকার আদায়ের জন্য সংগ্রাম করেছেন। কোনোক্রমেই কৃষকরা যাতে হয়রানীর শিকার না হয়, সেদিকে খেয়াল রেখেই প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা নিরলসভাবে কাজ করছি।

প্রতিমন্ত্রী ১০ আগস্ট জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় জিল বাংলা চিনিকল লিমিটেডের অফিসার্স ক্লাব মিলনায়তনে আখচাষী কল্যাণ সমিতির সাধারণ সভায় সভাপতির বক্তৃতাকালে এসব কথা বলেন।

জিলা বাংলা চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক মো. রাব্বিক হাসান, আখচাষী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক আঃ মান্নান মোল্লাসহ চিনিকলের বিভিন্ন বিভাগের কর্মকর্তা-কর্মচারী ও স্থানীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

পরে ৩ জন আখচাষীকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।