তিন মাস আগেই ভারত-পাকিস্তান ম্যাচের টিকিট শেষ

বাংলারচিঠিডটকম ডেস্ক ❑ অস্ট্রেলিয়ায় অনুষ্ঠেয় টি-টোয়েন্টি বিশ্বকাপে আগামী ২৩ অক্টোবর মুখোমুখি হবে বিশ্ব ক্রিকেটের দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান। তিন মাসেরও বেশি সময় বাকী থাকলেও ম্যাচের সব টিকিট ইতোমধ্যেই বিক্রি হয়ে গেছে।

আগামী ২৩ অক্টোবর মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচে মুখোমুখি হবে ভারত ও পাকিস্তান। বিশ্বকাপ বা বহুজাতিক টুর্নামেন্ট ছাড়া ২২ গজের লড়াইয়ে দেখা যায় না এই দুই চিরপ্রতিদ্বন্দ্বীকে। তাই এই ম্যাচ নিয়ে ক্রিকেট প্রেমিদের চাহিদা অনেক বেশি। ফলে তিন মাস আগেই বিক্রি হয়ে গেছে ভারত-পাকিস্তান ম্যাচের টিকিট।

গ্লোবাল স্পোর্টস ট্রাভেল সংস্থার অ্যাশ চাওলা জানান, ৪০ শতাংশ টিকিট কিনেছে ভারতীয়রা, ২৭ শতাংশ উত্তর আমেরিকা, ১৮ শতাংশ অস্ট্রেলিয়া, ১৫ শতাংশ যুক্তরাজ্য এবং বাকী টিকেট কিনে বিশ্বের বাকী দেশগুলো।

তিনি আরও জানান, ভারত-পাকিস্তান ম্যাচের ভেন্যু মেলবোর্নের হোটেলগুলোর সব রুম ইতোমধ্যেই বুকড হয়ে গেছে। ভারত-পাকিস্তান ম্যাচের জন্য মেলবোর্নে প্রায় ৪৫-৫০ হাজার ভক্ত আসবে বলে আশা করা হচ্ছে। কয়েক মিনিটের মধ্যেই বিক্রি হয়ে গিয়েছিল টিকিট এবং মাত্র কয়েকটি ভিআইপি টিকি বাকী ছিলো।’

গেল বছর গত টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের কাছে ১০ উইকেটে হেরেছিলো ভারত।

আগামী ১৬ অক্টোবর থেকে শুরু হবে টি-টোয়েন্টি বিশ্বকাপের আসর।