জামালপুর জেলা প্রশাসকের সাথে সম্প্রীতি বাংলাদেশের মতবিনিময়

সম্প্রীতি বাংলাদেশের নেতৃবৃন্দ জেলা প্রশাসককে ফুলেল শুভেচ্ছা জানান। ছবি: সুমন মাহমুদ

নিজস্ব প্রতিবেদক, বাংলারচিঠিডটকম: জামালপুর জেলা প্রশাসকের সাথে সম্প্রীতি বাংলাদেশের জামালপুর জেলা শাখার মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

৩ জুলাই বিকেল ৪টায় জেলা প্রশাসকের পূর্ব নির্ধারিত সময় অনুযায়ী সম্প্রীতি বাংলাদেশের জেলা কমিটির নেতৃবৃন্দ জেলা প্রশাসকের কার্যালয়ে উপস্থিত হয়ে প্রথমেই জামালপুরের নতুন জেলা প্রশাসক শ্রাবস্তী রায়কে ফুলেল শুভেচ্ছা জানান এবং বিকেল ৪.১৫ মিনিটে জামালপুর জেলা প্রশাসকের সাথে সম্প্রীতি বাংলাদেশের নেতৃবৃন্দের সাথে আলোচনা শুরু হয়।

আলোচনায় উপস্থিত ছিলেন জেলা কমিটির আহ্বায়ক সাংবাদিক সাযযাদ আনসারী, সদস্য সচিব রফিকুজামান মল্লিক তুষার, কেন্দ্রীয় কমিটির সদস্য এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ড. মো. আনিসুজ্জামান, জেলা কমিটির সদস্য দিলশাদ বেগম, শাহানা ফেরদৌস, সৈয়দ রেজাউল গনি, সুমন মাহমুদ, বিষ্ণু চন্দ্র মন্ডল, সরস্বতী রাজভর, তাহেরা ইয়াসমীন সাথী, মো. মাহবুব আলম, মো. রফিকুল হোসেন, রেজাউল রাশেদ, মাসুদুল হাসান প্রমুখ।

জেলা প্রশাসকের সাথে আলোচনায় সম্প্রীতি বাংলাদেশের নেতৃবৃন্দ সংগঠনের পরিচিতি এবং কার্যকারিতা তুলে ধরে বলেন, সম্প্রীতি বাংলাদেশ একটি অসাম্প্রদায়িক সংগঠন। বাংলাদেশে বর্তমানে মানুষে মানুষে সম্প্রীতি, ধর্মীয় এবং সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট হয়ে যাচ্ছে। আমরা দেশকে এগিয়ে নিতে চাইলে মানুষে মানুষে সম্প্রীতি খুব বেশি প্রয়োজন। সেই লক্ষেই সম্প্রীতি বাংলাদেশ কাজ করছে।

জামালপুর জেলা প্রশাসক শ্রাবস্তী রায়, সম্প্রীতি বাংলাদেশের নেতৃবৃন্দকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন ও সাধুবাদ জানান।