দেওয়ানগঞ্জে তিনদিনব্যাপী কৃষি মেলা

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান সোলায়মান হোসেন। ছবি: বাংলারচিঠিডটকম

বিল্লাল হোসেন মন্ডল, দেওয়ানগঞ্জ প্রতিনিধি, বাংলারচিঠিডটকম : জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় ২০২১-২২ অর্থ বছরে বৃহত্তম ময়মনসিংহ অঞ্চলের ফসলের নিবিড়তা বৃদ্ধিকরণ প্রকল্পের আওতায় তিনদিনব্যাপী কৃষি মেলা শুরু হয়েছে। ২৮ জুন সকালে উপজেলা কৃষি অফিস চত্বরে মেলার উদ্বোধন করেন প্রধান অতিথি উপজেলা পরিষদের চেয়ারম্যান সোলায়মান হোসেন।

মেলায় স্টল পরিদর্শন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান সোলায়মান হোসেন।ছবি: বাংলারচিঠিডটকম

মেলা উদ্বোধন শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কামরুন্নাহার শেফার সভাপতিত্বে আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন- উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ বাবু পরেশচন্দ্র দাস, স্থানীয় এমপি প্রতিনিধি বিকাশ কবীর ইমরান, উপজেলা প্রোগ্রাম অফিসার মান্জুরুল ইসলাম, মৎস কর্মকর্তা শফিউল আলম, সমাজসেবা কর্মকর্তা জয়কৃষ্ণ, একাডেমি অফিসার সজল ভদ্র।

আলোচনা সভার পূর্বে মেলায় ১৫টি স্টল পরিদর্শন করেন প্রধান অতিথি উপজেলা পরিষদের চেয়ারম্যান সোলায়মান হোসেন।

আলোচনা সভা শেষে বন্যায় ক্ষতিগ্রস্ত ৮০০ বাছাইকৃত কৃষকদের মাঝে বিনামূল্যে রোপা আমন বীজ ও সার বিতরণ করা হয়।