জামালপুরে এক মৎস্যচাষীর বাড়িতে হামলা

মাহমুদুল হাসান মুক্তা, নিজস্ব প্রতিবেদক, বাংলারচিঠিডটকম: জামালপুর সদর উপজেলার বাঁশচড়া ইউনিয়নের নামা বটতলা (ফকিরপাড়া) এলাকায় এক মৎস্যচাষীর বাড়ীতে হামলা, ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। এ ঘটনায় মৎস্যচাষী মো. ইউসুফ আলী বাদী হয়ে জামালপুর সদর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, বাঁশচড়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের বটতলা নামাপাড়া (ফকিরপাড়া) এলাকার নাজিম উদ্দিনের ছেলে মৎস্যচাষী মো. ইউসুফ আলী তার ২ একর জমিতে দীর্ঘদিন যাবত মৎস্যখামার করে মাছ চাষ করে আসছেন।

ঘটনার দিন গত ১৩ জুন সকালে একই এলাকার মো. আব্দুস সামাদের ছেলে আহসান হাবিব হাসান ও তার শ্যালক অনিকসহ কয়েকজন মিলে জোরপূর্বক ইউসুফের মৎস্যখামারে মাছ ধরতে থাকে। এমতাবস্থায় মৎস্যখামারের মালিক মো. ইউসুফ আলী তাদেরকে বাধা দিলে তারা ক্ষিপ্ত হয়ে উঠে। এ সময় হাসান ও তার শ্যালক অনিক ইউসুফকে হুমকি-ধামকি দেয়। পরবর্তীতে ওই দিন দুপুরে আহসান হাবিব হাসানের নেতৃত্বে প্রায় ২০/২৫ জন ভাড়াটিয়া লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে মৎস্যচাষী ইউসুফ আলীর বসতবাড়ীতে হামলা চালায়। এ সময় তাদেরকে বাধা দিলে মো. ইউসুফ আলীসহ বসতবাড়িতে থাকা কয়েকজনকে মারপিট করে আহত করে। পরবর্তীতে ইউসুফ আলীর বসতবাড়ি ভাংচুর, নগদ অর্থ ও স্বর্ণালংকার লুট করে নিয়ে যায় তারা। এ সময় গুরুতর আহত ইউসুফ আলীর ভাবী আছমা বেগমকে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। বাকীরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন বলে জানা গেছে। এ ঘটনায় আহসান হাবিব হাসানকে প্রধান আসামি করে জামালপুর সদর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

এ বিষয়ে হামলার স্বীকার মৎস্যচাষী ইউসুফ আলী সাংবাদিকদের জানান, আমি দীর্ঘদিন যাবত প্রায় ২ একর জমির মধ্যে মৎস্যচাষ করে আমার পরিবারের জীবিকা নির্বাহ করে আসছি। গত ১৩ জুন আমার মৎস্যখামারে আহসান হাবিব হাসান ও তার শ্যালক অনিক আমার খামারে মাছ ধরতে নামে। পরে তাদেরকে আমি নিষেধ করলে তারা আমার উপর ক্ষিপ্ত হয়ে উঠে এবং আমাকে প্রাণনাশের হুমকিÑধামকি দিয়ে সেখান থেকে চলে যায়। পরবর্তীতে ওইদিন দুপুরে আমার বসতবাড়িতে হামলা চালায় তারা। এ সময় আমার ঘরের প্রয়োজনীয় আসবাবপত্র, নগদ অর্থ ও স্বর্ণালংকার লুট করে নিয়ে যায়। আমি এর সুষ্ঠু বিচার দাবি করছি।

এ বিষয়ে জামালপুর সদর থানার এসআই তারিকুল জানান, হামলার ঘটনায় জামালপুর সদর থানায় মো. ইউসুফ আলী বাদী হয়ে একটি লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযোগের প্রেক্ষিতে ওই এলাকায় গিয়ে বিষয়টি পরিদর্শন করেছি। পরবর্তী পদক্ষেপ প্রক্রিয়াধীন।

হামলার বিষয়ে অভিযুক্ত আহসান হাবিব হাসান জানান, তাদের সাথে আমাদের জমি-জমা নিয়ে পূর্ব বিরোধ চলে আসছে। ঘটনার দিন আমি জামালপুর শহরে ছিলাম। কোন হামলা, ভাংচুর বা লুটপাটের ঘটনার সাথে আমি জড়িত নয়।