বকশীগঞ্জে কোভিড-১৯ প্রতিরোধে ধর্মীয় নেতাদের নিয়ে কর্মশালা অনুষ্ঠিত

কর্মশালায় বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মুন মুন জাহান লিজা।ছবি: বাংলারচিঠিডটকম

জিএম ফাতিউল হাফিজ বাবু, বকশীগঞ্জ প্রতিনিধি, বাংলারচিঠিডটকম : জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় দি হাঙ্গার প্রজেক্ট এর কোভিড-১৯ প্রতিরোধ প্রকল্পের আওতায় করোনাভাইরাস নিয়ে মানুষের মধ্যে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে ধর্মীয় নেতাদের সঙ্গে ১৮ জুন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

ইউনিসেফ বাংলাদেশ এর সহযোগিতায় গণচেতনা প্রশিক্ষণ কেন্দ্রে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুন মুন জাহান লিজা।

দি হাঙ্গার প্রজেক্টের জামালপুর জেলা সমন্বয়কারী আতিকুর রহমান সুমনের সঞ্চালনায় বকশীগঞ্জ ইমাম সমিতির সভাপতি মওলানা এনায়েত উল্লাহ এর সভাপতিত্বে কর্মশালায় এসময় বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ আজিজুল হক, আরএমও ডা. এমকেএইচ মুনিম, পিআইও মো. মজনুর রহমান, ইসলামিক ফাউন্ডেশনের বকশীগঞ্জ সুপারভাইজার মোশারফ হোসেন, মওলানা আবদুর রাজ্জাক, মওলানা হামিদুল ইসলাম, মুফতী আবদুর রশিদ জাফরী, বকশীগঞ্জ মোদকপাড়া কালি মন্দিরের পুরোহিত সত্য রঞ্জন অধিকারী ।

কোভিড-১৯ নিয়ে প্রতিরোধে স্থানীয় পর্যায়ে সচেতনতা সৃষ্টি করতে ইমাম ও পুরোহিতগণ তাদের নিজ নিজ ধর্মীয় প্রতিষ্ঠানে এ বিষয়ে আলোচনা করবেন। সকল মানুষকে টিকা কার্যক্রমের আওতায় নিয়ে আসতে সরকারের দেওয়া নির্দেশনা বাস্তবায়নে মানুষের মধ্যে বার্তা পৌছানোসহ করোনাভাইরাস সম্পর্কে কোন ধরনের গুজব বা যেকোন ধরনের কুসংস্কা র প্রতিরোধ বিষয়ে আলোচনা করা হয়।

কর্মশালায় বিভিন্ন মসজিদের ইমাম ও বিভিন্ন মন্দিরের পুরোহিতগণ উপস্থিত ছিলেন।