ট্রেনের আসন বাতিলের প্রতিবাদে ও রেলসেবার মানোন্নয়নের দাবিতে সনাক-টিআইবির মানববন্ধন

সনাক-টিআইবির মানববন্ধন । ছবি:বাংলারচিঠিডটকম

নিজস্ব প্রতিবেদক, বাংলারচিঠিডটকম: জামালপুর থেকে ঢাকাগামী আন্ত:নগর তিস্তা এক্সপ্রেস ট্রেনের ৬০টি আসন বাতিলের প্রতিবাদে ও রেলওয়ের যাত্রীসেবার মানোন্নয়নের দাবিতে মানববন্ধন করা হয়েছে।

৯ জুন দুপুরে জামালপুর রেলওয়ে জংশন স্টেশন প্লাটফর্মে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) ও সচেতন নাগরিক কমিটি (সনাক) এই মানববন্ধনের আয়োজন করে।

ঘন্টাব্যাপী মানববন্ধনে সনাক সভাপতি অজয় কুমার পালের সভাপতিত্বে বক্তব্য দেন জামালপুর জেলা প্রেসক্লাবের সভাপতি ফজলে এলাহী মাকাম, দৈনিক আজকের জামালপুরের সম্পাদক এম এ জলিল, আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক আইনজীবী কিসমত পাশা, বীর মুক্তিযোদ্ধা আইনজীবী নজরুল ইসলাম, সনাকের সহ-সভাপতি শামীমা খান, অধ্যাপক কায়েদ উদ জামান, সনাক সদস্য একেএম আশরাফুজ্জামান স্বাধীন, ইয়েস সদস্য জাহিদ হাসান প্রমুখ।

এ সময় বক্তারা অবিলম্বে আন্ত:নগর তিস্তা এক্সপ্রেস ট্রেনের ৬০টি আসন পুনর্বহালের পাশাপাশি আরও আসন বৃদ্ধির দাবি জানান। এছাড়াও টিকেট কালোবাজারী, ট্রেনের কর্মীদের অবৈধ যাত্রী পরিবহন বন্ধ, যাত্রীসেবার মান বৃদ্ধি, নতুন ২টি আন্ত:নগর ট্রেন চালু, জামালপুর এক্সপ্রেস ট্রেনের সময়সূচি পরিবর্তন, চট্টগ্রামগামী বিজয় এক্সপ্রেস ট্রেনটির রুট জামালপুর পর্যন্ত বর্ধিত করাসহ ২০ দফা দাবি জানান বক্তারা।