জামালপুরে টিকেট বাতিলের প্রতিবাদে কালোবাজারী বন্ধ ও বিজয় ট্রেনের দাবিতে মানববন্ধন

জামালপুর রেলস্টেশন প্লাটফরমে বিভিন্ন দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়।ছবি: বাংলারচিঠিডটকম

নিজস্ব প্রতিবেদক, বাংলারচিঠিডটকম: সম্প্রতি জামালপুর রেল জংশন স্টেশনের আওতায় বরাদ্দ থেকে তিস্তা ট্রেনের ৬০টি আসন কেটে নেওয়ার প্রতিবাদে এবং টিকেট কালবাজারী বন্ধ, চট্টগ্রামগামী বিজয় ট্রেন জামালপুর থেকে চালু করা, জামালপুর এক্সপ্রেস ট্রেনের সময়সূচি পরিবর্তন এবং রেলের যাত্রী সেবার মানোন্নয়নের দাবিতে জামালপুর রেল স্টেশন প্লাটফরমে ঘন্টাব্যাপী মানববন্ধন অনুষ্ঠিত হয়।

জামালপুর রেলস্টেশন প্লাটফরমে বিভিন্ন দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়।ছবি: বাংলারচিঠিডটকম

জামালপুর পরিবেশ রক্ষা আন্দোলন ও সম্মিলিত সামাজিক আন্দোলন জেলা শাখার যৌথ উদ্যোগে আয়োজিত মানববন্ধনে সভাপতিত্ব করেন সংগঠন দুটির সভাপতি জাহাঙ্গীর সেলিম।

১ জুন অনুষ্ঠিত মানববন্ধনে অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন- সম্মিলিত সামাজিক আন্দোলনের উপদেষ্টা সাংবাদিক উৎপল কান্তি ধর, জামালপুর প্রেসক্লাবের সভাপতি হাফিজ রায়হান সাদা, আজকের জামালপুরের সম্পাদক এমএ জলিল, সম্মিলিত সামাজিক আন্দোলনের উপদেষ্টা আমির উদ্দিন, সাংগঠনিক সম্পাদক সুমন মাহমুদ, সম্প্রীতি বাংলাদেশ জামালপুর জেলা শাখার সদস্য সচিব তুষার মল্লিক, সচেতন নাগরিক কমিটির সদস্য রাসেল মিয়া।

জামালপুর রেলস্টেশন প্লাটফরমে বিভিন্ন দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়।ছবি: বাংলারচিঠিডটকম

অনুষ্ঠান সঞ্চালনা করেন সম্মিলিত সামাজিক আন্দোলনের সাধারণ সম্পাদক হিল্লোল সরকার।

বক্তারা অবিলম্বে উল্লেখিত দাবিগুলো পূরণ করা না হলে লাগাতার আন্দোলন চলার ঘোষণা দেন।