বীরমুক্তিযোদ্ধা সাদরুজ্জামান হেলাল বীর প্রতীক ও মতিউর রহমান বীর প্রতীকের স্মরণ সভা

বীরমুক্তিযোদ্ধা সাদরুজ্জামান হেলাল বীর প্রতীক ও মতিউর রহমান বীর প্রতীকের স্মরণ সভা অনুষ্ঠিত হয়। ছবি: বাংলারচিঠিডটকম

মাহমুদুল হাসান মুক্তা, নিজস্ব প্রতিবেদক, বাংলারচিঠিডটকম: জামালপুরে বীর মুক্তিযোদ্ধা সৈয়দ সাদরুজ্জামান হেলাল (বীর প্রতিক) ও বীর মুক্তিযোদ্ধা মতিউর রহমান (বীর প্রতীক) এর স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে।

৩১ মে সন্ধ্যায় সেক্টর কমান্ডারস ফোরাম-মুক্তিযুদ্ধ’৭১, জামালপুর জেলা শাখার আয়োজনে জামালপুর প্রেসক্লাব মিলনায়তনে এ স্মরণ সভা অনুষ্ঠিত হয়।

সেক্টর কমান্ডারস ফোরাম- মুক্তিযুদ্ধ ‘৭১ জামালপুর জেলা শাখার সভাপতি বীর মুক্তিযোদ্ধা প্রকৌশলী আব্দুর রশিদের সভাপতিত্বে স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জামালপুর সদর-৫ আসনের সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা প্রকৌশলী মো. মোজাফফর হোসেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জামালপুর জেলা আওয়ামী লীগের সভাপতি আইনজীবী মুহাম্মদ বাকী বিল্লাহ, জামালপুর পৌরসভার মেয়র মোহাম্মদ ছানোয়ার হোসেন, জামালপুর প্রেসক্লাবের সভাপতি হাফিজ রায়হান সাদা, সাধারণ সম্পাদক লুৎফর রহমান, সদর থানার ওসি কাজী শাহনেওয়াজ, বীরমুক্তিযোদ্ধা সৈয়দ সাদরুজ্জামান হেলাল বীর প্রতীকের ছেলে পিয়াল, উদীচী জামালপুর জেলা সংসদের সভাপতি বীরমুক্তিযোদ্ধা আলী ইমাম দুলাল, জামালপুর জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার বীরমুক্তিযোদ্ধা সুজায়েত আলী ফকির, বীরমুক্তিযোদ্ধা ফারুক আহমেদ প্রমুখ।

অনুষ্ঠান সঞ্চালনা করেন সেক্টর কমান্ডারস ফোরাম মুক্তিযুদ্ধ’৭১ জামালপুর জেলা শাখার তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক জাহাঙ্গীর সেলিম।