বকশীগঞ্জে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ঢেউটিন ও চেক বিতরণ

অহসায় পরিবারের মাঝে ঢেউটিন বিতরণ করা হয়। ছবি: বাংলারচিঠিডটকম

জিএম ফাতিউল হাফিজ বাবু, বকশীগঞ্জ প্রতিনিধি, বাংলারচিঠিডটকম: জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ অধিদপ্তরের বরাদ্দকৃত ঢেউটিন বিতরণ করা হয়েছে।

৯ মে দুপুরে উপজেলা পরিষদ চত্বরে নিলক্ষিয়া ইউনিয়নের উত্তর কুশলনগর গ্রামের হোসেন আলীর পরিবারকে ঢেউটিন প্রদান করা হয়।

ঢেউটিন বিতরণকালে উপজেলা পরিষদ চেয়ারম্যান আবদুর রউফ তালুকদার, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুন মুন জাহান লিজা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মজনুর রহমান, উপজেলা পিআইও কার্যালয়ের উপসহকারী প্রকৌশলী আরিফুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

অপরদিকে উপজেলা সমাজসেবা দপ্তরের উদ্যোগে অসহায় এক শিক্ষার্থীকে বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়েছে।

বকশীগঞ্জ ইউএনও মুন মুন জাহান লিজা তার কার্যালয়ে ওই চেক হস্তান্তর করেন। এসময় উপজেলা স মাজসেবা কর্মকর্তা মোহাম্মদ হাবিবুর রহমান হাবিব উপস্থিত ছিলেন।