জামালপুরে আদর্শ সমাজ কল্যাণ সংঘের উদ্যোগে দরিদ্রদের মাঝে ঈদ উপহার বিতরণ

জামালপুরে আদর্শ সমাজ কল্যাণ সংঘের উদ্যোগে দরিদ্রদের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়। ছবি: বাংলারচিঠিডটকম

নিজস্ব প্রতিবেদক, বাংলারচিঠিডটকম: মাহে রমজান শেষে পবিত্র ঈদ আনন্দ সবাই মিলে উপভোগ করার লক্ষ্যে প্রতি বছরের মতো এবারো দরিদ্র ও অসহায়দের মাঝে ঈদ উপহার হিসেবে খাদ্য সামগ্রী বিতরণ করেছে আদর্শ সমাজ কল্যাণ সংঘ। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন অত্র সংঘের প্রধান উপদেষ্টা বাংলারচিঠি ডটকম এর সম্পাদক মানবাধিকার সংগঠক জাহাঙ্গীর সেলিম।

জামালপুর পৌরসভার তিরুথা-বামুনপাড়া সমন্বিত গোরস্থান ও মসজিদ প্রাঙ্গণে বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংঘের সভাপতি মসজিদের ইমাম মৌলানা মোজাম্মেল হোসেন। অনুষ্ঠানে অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন উপদেষ্টা মিয়ার উদ্দিন মাস্টার, বিশিষ্ট ব্যবসায়ী শহীদ খান, মসজিদ কমিটির সভাপতি ফরহাদ হোসেন, সাধারণ সম্পাদক তহুর আলী ও অন্যান্য সদস্যবৃন্দ।

জামালপুরে আদর্শ সমাজ কল্যাণ সংঘের উদ্যোগে দরিদ্রদের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়। ছবি: বাংলারচিঠিডটকম

দরিদ্রদের মাঝে ঈদের খাদ্য সামগ্রী হিসেবে আতব চাল, সিদ্ধ চাল, গরুর মাংস, সয়াবিন তেল, চিনি, সেমাই, প্যাকেট দুধ, সাবান বিতরণ করা হয়। বিতরণের অর্থ প্রবাসী, এলাকার ব্যবসায়ী, চাকরিজীবী, কৃষক এমন কি যারা ঈদ উপহার পেয়েছে তারাও টাকা তহবিলে জমা দেন। বিতরণে দাতা, গ্রহীতা উভয়ের অর্থনৈতিক অংশগ্রহণে একটি সফল আয়োজন সম্পন্ন করা হয়। এতে মাধ্যম হিসেবে ভূমিকা রাখে আদর্শ সমাজ কল্যাণ সংঘ। সবাই অনুরোধ করেন এলাকায় এ সংঘের উদ্যোগে একটি জাকাত তহবিল গঠন করার জন্য।

জামালপুরে আদর্শ সমাজ কল্যাণ সংঘের উদ্যোগে দরিদ্রদের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়। ছবি: বাংলারচিঠিডটকম

ঈদের আগে খাদ্য সামগ্রী পেয়ে সকলের মাঝে আনন্দ উচ্ছ্বাস প্রকাশ করতে দেখা যায়। বিশেষ করে অন্যান্য খাদ্য সামগ্রীর পাশাপাশি সয়াবিন তেল ও গরুর মাংস পেয়ে সবাই খুশি। এলাকার বৃদ্ধ, প্রতিবন্ধী, স্বামী পরিত্যক্তা, বিধবাসহ শতাধীক হতদরিদ্রদের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়।