দেওয়ানগঞ্জে আবুল কালাম আজাদ এমপির মতবিনিময় সভা ও নববর্ষের শুভেচ্ছা বিনিময়

মতবিনিময় সভায় বক্তব্য রাখেন আবুল কালাম আজাদ এমপি। ছবি: বাংলারচিঠিডটকম

বিল্লাল হোসেন মন্ডল, দেওয়ানগঞ্জ প্রতিনিধি, বাংলারচিঠিডটকম: জামালপুরের দেওয়ানগঞ্জে জামালপুর-১ আসনের সংসদ সদস্য পরিকল্পনা মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আবুল কালাম আজাদ এমপির মতবিনিময় সভা ও বাংলা নববর্ষের শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়েছে। ১৪ এপ্রিল সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সভা কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা প্রশাসনের আয়োজনে বাংলা নববর্ষ ১৪২৯ উদযাপন উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা।ছবি: বাংলারচিঠিডটকম

মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন- জামালপুর-১ আসনের সংসদ সদস্য পরিকল্পনা মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আবুল কালাম আজাদ এমপি। উপজেলা নির্বাহী কর্মকর্তা কামরুন্নাহার শেফার সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) রফিকুল ইসলাম, উপজেলা পরিষদের চেয়ারম্যান সোলায়মান হোসেন, সহকারী কমিশনার (ভূমি) অহন্না জিন্নাত, মডেল থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ মহব্বত কবীর, জেলা পরিষদের সদস্য আসলাম হোসেন, ভাইস চেয়ারম্যান দেওয়ান ইমরান, মেয়র ভারঃ নুরে আলম সিদ্দিকী জুয়েল, সাবেক মেয়র শেখ মোঃ নুরুনব্বী অপু, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ভারঃ আবুবক্কর সিদ্দিক, সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, সাংগঠনিক সম্পাদক মমতাজ উদ্দিন আহাম্মেদ, বীর মুক্তিযোদ্ধা খাইরুল ইসলাম।

এসময় চুকাইবাড়ী ইউপি চেয়ারম্যান সেলিম খান, পাররামরাম পুরইউপি নবনির্বাচিত চেয়ারম্যান সেলিম মিয়াসহ উপজেলা আওয়ামী লীগের সহযোগী সংগঠনের নেতাকর্মী ও মহিলা আওয়ামী লীগ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

কৃষকদের মাঝে কৃষি প্রণোদনার বীজ ও সার বিতরণ করেন আবুল কালাম আজাদ এমপি।ছবি: বাংলারচিঠিডটকম

এর পূর্বে বাংলা নববর্ষ উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে বাংলা নববর্ষ ১৪২৯ উদযাপন উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গল শোভাযাত্রাটি উপজেলা পরিষদ চত্বর থেকে বের হয়ে পৌর শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

পরে ২০২১-২২ অর্থ বছরে খরিপ ১/ ২০২২-২৩ মৌসুমে উপশী আউশ ধানের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় বীজ ও রসায়নিক সার বিতরণ করেন প্রধান অতিথি আবুল কালাম আজাদ এমপি।