ইসলামপুর থানায় সংযোজন হলো বীর মুক্তিযোদ্ধাদের জন্য সংরক্ষিত চেয়ার

লিয়াকত হোসাইন লায়ন, ইসলামপুর প্রতিনিধি, বাংলারচিঠিডটকম: জামালপুরের ইসলামপুর থানায় বীর মুক্তিযোদ্ধাদের জন্য ‘সংরক্ষিত চেয়ার’ সংযোজন করা হয়েছে। সংরক্ষিত চেয়ারে দাপ্তরিক কাজে অফিসে যাতায়াত করা বীর মুক্তিযোদ্ধা ছাড়া অন্য কেউ বসতে পারবেন না।

জানা গেছে, ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে জামালপুর জেলা শিল্পকলা একাডেমির নবনির্মিত ভবনে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ বীর মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা অনুষ্ঠানে পুলিশ সুপার নাছির উদ্দিন আহমেদ জেলার প্রতিটি থানায় সংরক্ষিত চেয়ার সংযোজনের ঘোষণা দেন।

পুলিশ সুপার মো. নাছির উদ্দিন আহমেদের ঘোষণায় আবেগে আপ্লুত হয়ে ইসলামপুর থানা কমান্ডের সাবেক কমান্ডার মানিকুল ইসলাম মানিক বলেন, পুলিশ আমাদের উত্তরসূরি, রাজারবাগ থেকে পুলিশ প্রথম যুদ্ধে অংশ নিয়েছিল। আমাদের সম্মান দেওয়ায় এসপি সাহেবের উত্তোরত্তর সমৃদ্ধি কামনা করছি।

সংযোজন আনুষ্ঠানিকতায় এসময় ইসলামপুর সার্কেলের সিনিয়র পুলিশ সুপার সুমন মিয়া, অফিসার ইনচার্জ মাজেদুর রহমানসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।