নালিতাবাড়ীতে বন্ধুর বাড়িতে দাওয়াতে এসে লাশ হলো স্কুলছাত্র

মৃতদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিসের ডুবুরিরা। ছবি: বাংলারচিঠিডটকম

সুজন সেন, নিজস্ব প্রতিবেদক, শেরপুর, বাংলারচিঠিডটকম: শেরপুরের নালিতাবাড়ীতে বন্ধুর দাওয়াত খেতে এসে নদীতে ডুবে তোফাজ্জল হোসেন নামে এক স্কুলছাত্রের করুণ মৃত্যু হয়েছে। ৯ মার্চ দুপুরে উপজেলার চেল্লাখালী নদী থেকে ওই স্কুল ছাত্রের মৃতদেহ উদ্ধার করা হয়। তোফাজ্জল পাশের ঝিনাইগাতী উপজেলার আব্দুস সাত্তারের ছেলে।

নিহতের স্বজনরা জানায়, তোফাজ্জল ঢাকার কড়াইল এলাকায় তার বাবা-মায়ের সাথে বসবাস করত। এবং সেখানকার একটি স্কুলে অষ্টম শ্রেণির শিক্ষার্থী ছিল। তার সহপাঠী নালিতাবাড়ীর সন্নাসীভিটা গ্রামের বন্ধু সাজেদুল ইসলামের বড় ভাই আব্দুল মান্নানের ছেলের খৎনার দাওয়াতে ৮ মার্চ রাতের বাসে ঢাকা থেকে আসে।

পরে ৯ মার্চ দুপুরে বন্ধুর বাড়ির কাছে চেল্লাখালী নদীতে গোসল করতে নামে দুই বন্ধু। এসময় তারা সাঁতার কেটে নদীর এপাড় থেকে অপর প্রান্তে যাওয়ার সময় তোফাজ্জল নদীর মাঝপথে ডুবে নিখোঁজ হয়। খোঁজাখুঁজির একপর্যায়ে নালিতাবাড়ী ও জামালপুর থেকে ফায়ার সার্ভিসের দুটি ডুবুরি ইউনিট নিখোঁজের দুই ঘন্টা পর তোফাজ্জলের মৃতদেহ উদ্ধার করে।

ফায়ার সার্ভিস কর্মকর্তা আব্দুল মালেক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।