মেলান্দহে প্রাণিসম্পদ প্রদর্শনী

প্রাণিসম্পদ প্রদর্শনী মেলায় বক্তব্য রাখেন মেলান্দহ উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আলী জিন্নাহ্।ছবি: বাংলারচিঠিডটকম

মুত্তাছিম বিল্লাহ্, মেলান্দহ প্রতিনিধি, বাংলারচিঠিডটকম: “মুজিব বর্ষের অঙ্গিকার, নিরাপদ প্রাণিজ পুষ্টি হবে সবার”-এ প্রতিপাদ্যকে সামনে রেখে জামালপুরের মেলান্দহ উপজেলায় প্রাণিসম্পদ প্রদর্শনী মেলা’র উদ্বোধন করা হয়েছে।

১৬ ফেব্রুয়ারি সকালে উপজেলা মুক্তমঞ্চে মেলান্দহ প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারী হাসপাতালের আয়োজনে দিনব্যাপী এ প্রদর্শনী মেলা অনুষ্ঠিত হয়।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সিরাজুল ইসলামের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উদ্বোধনী বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান প্রকৌশলী মো. কামরুজ্জামান।

উপজেলা যুবলীগের সভাপতি ইব্রাহীম খলিলুল্লাহ’র সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আলী জিন্নাহ, সাধারণ সম্পাদক মো. জিন্নাহ, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান ডা. ইউনুছ, জেসমিন আক্তার, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা জহুরুল আলম, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ফয়সাল আহমেদ, উদ্যোক্তা ও যুবলীগকর্মী রুকুনুজ্জামান রুবেল চৌধুরী প্রমুখ।

প্রাণিসম্পদ প্রদর্শনীতে ৩২টি স্টলে উপজেলার বিভিন্ন খামারীদের পালনকৃত গরু, ছাগল, ঘোড়া, মহিষ, হাঁস, মুরগি, কবুতরসহ বিভিন্ন প্রজাতির পশু-পাখি প্রদর্শন করা হয়।