দেওয়ানগঞ্জে মহান শহিদ দিবস উপলক্ষে প্রস্তুতি সভা

প্রস্তুতি সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান সোলেয়মান হোসেন। ছবি: বাংলারচিঠিডটকম

বিল্লাল হোসেন মন্ডল, দেওয়ানগঞ্জ প্রতিনিধি, বাংলারচিঠিডটকম: জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় একুশে ফেব্রুয়ারি মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন উপলক্ষ্যে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। ১৫ ফেব্রুয়ারি সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান সোলেয়মান হোসেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কামরুন্নাহার শেফার সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) অহনা জিন্নাত, ভারপ্রাপ্ত মেয়র নূরে আলম সিদ্দিকী জুয়েল, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আবুবক্কর সিদ্দিক, বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম, মডেল থানার ওসি তদন্ত মো. আনছার উদ্দিন, কৃষি কর্মকর্তা পরেশ চন্দ্র দাস, জেলা পরিষদের সদস্য আসলাম হোসেন, স্থানীয় এমপি’র প্রতিনিধি মোক্তাদির বিল্লাহ সিপন, পৌর আওয়ামী লীগের সভাপতি হারুন অর রশীদ হারুন, শিক্ষক ফজলুল করিম, প্রেসক্লাবের সিনিয়র সভাপতি খাদেমুল ইসলাম, সাধারণ সম্পাদক মদন মহন ঘোষ প্রমুখ।

সভায় একুশে ফেব্রুয়ারি মহান শহিদ দিবস পালন উপলক্ষে রাষ্ট্রীয় কর্মসূচির আলোকে কতিপয় কর্মসূচি গ্রহণ করা হয়। কর্মসূচিসমূহ বাস্তবায়নে সভায় উপস্থিত সুধীজনদের সার্বিক সহযোগিতা কামনা করেন।

এসময় উপজেলা প্রশাসনের কর্মকর্তা, সাংবাদিক ও বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দরাও উপস্থিত ছিলেন।