পশ্চিমা বিশ্বের সাথে আপোসের উপায় বের করতে রাশিয়া ‘সবকিছু করবে’ : পুতিন

বাংলারচিঠিডটকম ডেস্ক ❑ ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোর সাথে ৭ ফেব্রুয়ারি আলোচনার পর রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, ইউক্রেন প্রশ্নে পশ্চিমা বিশ্বের সাথে সৃষ্ট সংকটের ক্ষেত্রে আপোসের উপায় খুঁজে বের করতে মস্কো তার সর্বোচ্চ প্রচেষ্টা চালাবে। খবর এএফপি’র।

পুতিন বলেন, ‘এ সংকট নিরসনের উপায় খুঁজে বের করতে আমাদের পক্ষে যা যা করা সম্ভব, আমরা তার সবকিছু করবো, যা সকলের জন্য ভাল হবে।’

তিনি আরো বলেন, ইউরোপীয় মহাদেশে যুদ্ধ ছড়িয়ে পড়লে তাতে ‘কেউ বিজয়ী’ হবে না।

রাশিয়ার এ নেতা জোরদিয়ে বলেন, ন্যাটো ও যুক্তরাষ্ট্র ন্যাটোর সম্প্রসারণ বন্ধ রাখাসহ মস্কোর নিরাপত্তা নিশ্চয়তার দাবি প্রত্যাখান করেছে।

তিনি বলেন, ‘আমি মনেকরি না যে আমাদের সংলাপ শেষ হয়ে গেছে।’ তিনি আরো বলেন, ন্যাটো ও ওয়াশিংটনকে রাশিয়া শিগগিরই একটি বার্তা পাঠাবে।

তিনি জোরদিয়ে বলেন, ইউক্রেন কর্তৃপক্ষের দেশটির বিচ্ছিন্নতাবাদী সংঘাতের বিষয়ে পশ্চিমা বিশ্বের মধ্যস্থতায় করা মিনস্ক চুক্তিকে সম্মান দেখানো উচিত হবে।

পুতিন বলেন, ‘আমি বিশ্বাস করি যে এক্ষেত্রে কোন বিকল্প নেই।’