জামালপুরে ইজ্জাতুন্নেছা উচ্চ বিদ্যালয়ে নবনির্মিত ভবনের উদ্বোধন

ইজ্জাতুন্নেছা উচ্চ বিদ্যালয়ের নবনির্মিত ভবনের উদ্বোধন করেন সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা প্রকৌশলী মো. মোজাফ্ফর হোসেন। ছবি: বাংলারচিঠিডটকম

মাহমুদুল হাসান মুক্তা, নিজস্ব প্রতিবেদক, বাংলারচিঠিডটকম: জামালপুরের ইজ্জাতুন্নেছা উচ্চ বিদ্যালয়ের চার তলা ভীত বিশিষ্ট একতলা ভবনের উদ্বোধন করা হয়েছে। ৫ ফেব্রুয়ারি সকালে নবনির্মিত এ ভবনটির উদ্বোধন করেন জামালপুর সদর আসনের সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা প্রকৌশলী মো. মোজাফ্ফর হোসেন।

ইজ্জাতুন্নেছা উচ্চ বিদ্যালয়ের ভবন উদ্বোধনে জামালপুর পৌরসভার মেয়র মোহাম্মদ ছানোয়ার হোসেন, বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি শাহিনুর রহমান শাহিন, পৌর কাউন্সিলর এমদাদুল হক জীবন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনিসুজ্জামানসহ বিদ্যালয়ের অন্যান্য শিক্ষকবৃন্দ, ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ ও স্থানীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

জানা যায়, জামালপুর পৌরসভার রশিদপুর এলাকায় অবস্থিত ইজ্জাতুন্নেছা উচ্চ বিদ্যালয়ের চারতলা ভীত বিশিষ্ট একতলা ভবনটি শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের বাস্তবায়নে ৮৫ লাখ টাকা ব্যয়ে নির্মাণ কাজ সম্পন্ন করে ঠিকাদারী প্রতিষ্ঠান হক এন্টারপ্রাইজ ও আকন্দ বিল্ডার্স।