বকশীগঞ্জে বিট পুলিশিং সচেতনতা সভা অনুষ্ঠিত

বিট পুলিশিং সচেতনতা সভায় বক্তব্য রাখেন দেওয়ানগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার রাকিবুল ইসলাম রাসেল। ছবি: বাংলারচিঠিডটকম

জিএম ফাতিউল হাফিজ বাবু, বকশীগঞ্জ প্রতিনিধি, বাংলারচিঠিডটকম: জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় ‘মুজিব বর্ষের অঙ্গীকার, পুলিশ হবে জনতার’ স্লোগান নিয়ে বিট পুলিশিং কার্যক্রম জোরদার করতে সচেতনতা সভা ২ ফেব্রুয়ারি বিকালে পুলিশ তদন্ত কেন্দ্রের মাঠে অনুষ্ঠিত হয়েছে।

সাধুরপাড়া ইউনিয়নের কামালের বার্ত্তী পুলিশ তদন্ত কেন্দ্রের উদ্যোগে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন দেওয়ানগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার রাকিবুল ইসলাম রাসেল।

সাধুরপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বজলুর রশিদ বাবুলের সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন বকশীগঞ্জ থানার ওসি শফিকুল ইসলাম সম্রাট, বকশীগঞ্জ পৌর মেয়র নজরুল ইসলাম সওদাগর, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম বিজয়, বকশীগঞ্জ পৌর আওয়ামী লীগের নেতা সাখাওয়াত হোসেন সাকা, সাধুরপাড়া ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান মাহমুদুল আলম বাবু, পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মোহাম্মদ তাজুল ইসলাম, কেবি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এমএইচ কবির প্রমুখ।

বিট পুলিশিং সভায় জানানো হয়, সামাজিক সমস্যা দূরীকরণ, পুলিশি সেবা জনগণের দোড়গোড়ায় পৌঁছে দেওয়া, মাদক ও জুয়া মুক্ত করার লক্ষ্যে বিট পুলিশিং কার্যক্রমের মাধ্যমে সমস্যাগুলো সমাধান করা হচ্ছে। তাই পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতার আহ্বান জানানো হয়।