নকলা উপজেলার ৯ ইউপিতে নির্বাচিত জনপ্রতিনিধিদের শপথ গ্রহণ

নকলার ৯ ইউপির ১০৮ জন সাধারণ সদস্য ও সংরক্ষিত নারী ইউপি সদস্যদের শপথ বাক্য পাঠ করান ইউএনও মোস্তাফিজুর রহমান। ছবি: বাংলারচিঠিডটকম

শফিউল আলম লাভলু, নকলা প্রতিনিধি, বাংলারচিঠিডটকম : শেরপুরের নকলা উপজেলার ৯টি ইউনিয়নে গেল ২৮ নভেম্বর তৃতীয় ধাপে অনুষ্ঠিত ইউপি নির্বাচনে চেয়ারম্যান, সাধারণ সদস্য ও সংরক্ষিত নারী ইউপি সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে।

১১ জানুয়ারি দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসনের আয়োজনে ৯ ইউপি চেয়ারম্যানদের শপথ গ্রহণ সম্পন্ন হয়। জেলা প্রশাসক মো. মোমিনুর রশীদ চেয়ারম্যানদের শপথ বাক্য পাঠ করান।

অন্যদিকে নকলা উপজেলা পরিষদের মিলনায়তনে উপজেলা প্রশাসনের আয়োজনে ৯ ইউপির ১০৮ জন সাধারণ সদস্য ও সংরক্ষিত নারী ইউপি সদস্যদের শপথ বাক্য পাঠ করান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোস্তাফিজুর রহমান।

ইউপি সদস্য ও সংরক্ষিত নারী ইউপি সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠানে উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহ মো. বোরহান উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মোছা. আম্বিয়া খাতুন, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম জিন্নাহ, ভাইস চেয়ারম্যান মোহাম্মদ সারোয়ার আলম তালুকদার, মেয়র হাফিজুর রহমান লিটন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ আব্দুর রশিদ, উপজেলা প্রকৌশলী আরেফিন পারভেজ, উপজেলা নির্বাচন কর্মকর্তা তারেক আজিজ, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মাহামুদুল হাসান মুসাসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।