ইসলামপুরে ঘোড়ার দৌড় প্রতিযোগিতার ফাইনাল অনুষ্ঠিত

ঘোড়ার দৌড় প্রতিযোগিতা।

লিয়াকত হোসাইন লায়ন, ইসলামপুর প্রতিনিধি, বাংলারচিঠিডটকম: স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে জামালপুরের ইসলামপুর উপজেলায় বাঙালি সংগঠনের আয়োজনে ঘোড়ার দৌড় প্রতিযোগিতার ফাইনাল অনুষ্ঠিত হয়েছে। ৩১ ডিসেম্বর দুপুরে পৌর এলাকার ভেঙ্গুড়া শিশু কল্যাণ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

জানা গেছে, প্রতিযোগিতায় ৫০টি ঘোড়া কয়েকটি গ্রুপ দাপট দৌড় ও কদম দৌড়ে সওয়াররা অংশ নেয়।

তিনটি দাপট দৌড়ে সুমন মিয়া, সাজিমারা গ্রামের হাফেজ আলী ও শুভ মিয়া বিজয়ী হন। কদম দৌড়ে সরিষাবাড়ী উপজেলার আশরাফ আলী, আজিজুল হাজী, সিহাব মিয়া, সোহাগ মিয়া, মাহমুদপুর, মহিষবাতান গ্রামের ভিক্ষু মিয়া, খয়েদির চর গ্রামের মন্টু মিয়া, মাইছেনি চর গ্রামের আনোয়ার হোসেন, দাবার চরের ভুলু সওদাগর, কলকি হারা গ্রামের নামাজি শেখ, সাদা মিয়া ও খলিলুর রহমান বিজয়ী হন।

বিজয়ীদের পুরস্কার দেওয়া হয়।

সাবেক কাউন্সিলর রাসেল মন্ডলের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন পৌর মেয়র আব্দুল কাদের সেখ। বিশেষ অতিথি হিসেবে প্যানেল মেয়র দেলোয়ার হোসেন লেবু, কাউন্সিলর শেখ খাজা আবদুল্লাহ, মোহন মিয়া, খলিলুর রহমানসহ আওয়ামী লীগের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

কৃষিবিদ সেলিম রহমান উদ্বোধন ও আমিনুর রহমানের সঞ্চালনায় গ্রাম বাংলার ঐতিহ্যবাহী খেলাটি হাজারো দর্শক উপভোগ করেন।