দেওয়ানগঞ্জ মুক্ত দিবস উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা

দেওয়ানগঞ্জ মুক্ত দিবস উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয় ছবি: বাংলারচিঠিডটকম

বিল্লাল হোসেন মন্ডল, দেওয়ানগঞ্জ প্রতিনিধি, বাংলারচিঠিডটকম: ৬ ডিসেম্বর দেওয়ানগঞ্জ হানাদার মুক্ত দিবস পালিত হয়েছে। সকালে উপজেলা প্রশাসন ও মুক্তিযোদ্ধা সংসদ উপজেলা কমান্ড আয়োজনে দেওয়ানগঞ্জ মুক্তিযুদ্ধা সংসদ কার্যালয়ে জাতীয় ও সংসদের পতাকা উত্তোলন, বঙ্গবন্ধু প্রতীকৃতিতে পুষ্পমাল্য অর্পণসহ বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। মুক্তিযোদ্ধা সংসদ থেকে শোভাযাত্রা বের হয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে মুক্তিযোদ্ধা সংসদে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

কোম্পানি কমান্ডার খাইরুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন- উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কামরুন্নাহার শেফা। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- সাবেক কমান্ডার রফিকুল ইসলাম, ডেপুটি কমান্ডার তারিকুজ্জামান তারেক, সহকারী কমান্ডার হোসেন আলী, বীর মুক্তিযোদ্ধা মুক্তার হোসেন, বীর মুক্তিযোদ্ধা আব্দুল কাদের, বীর মুক্তিযোদ্ধা ছামসুল হক মাস্টার।

এ সময় উপস্থিত ছিলেন- আওয়ামী মহিলালীগ নেত্রী নুরুন্নেছা শাহিন, প্রেসক্লাবের সভাপতি সভাপতি রেজাউল করিম এলান, সাধারণ সম্পাদক মদন মোহন ঘোষ, যুগ্মসাধারণ সম্পাদক তারেক মাহমুদ, সাংগঠনিক সম্পাদক বিল্লাল হোসেন মন্ডল প্রমুখ।