শেরপুরে গাঙচিলের হেমন্তকালীন সাহিত্য আড্ডা অনুষ্ঠিত

শেরপুরে গাঙচিল সাহিত্য সংস্কৃতি পরিষদের হেমন্তকালীন সাহিত্য আড্ডায় সাহিত্যিক ও সাংস্কৃতিকর্মীরা। ছবি: বাংলারচিঠিডটকম

সুজন সেন, নিজস্ব প্রতিবেদক, শেরপুর, বাংলারচিঠিডটকম : আন্তর্জাতিক গাঙচিল সাহিত্য সংস্কৃতি পরিষদ শেরপুর জেলা শাখার আয়োজনে হেমন্তকালীন সাহিত্য আড্ডা অনুষ্ঠিত হয়েছে।

৩ ডিসেম্বর সন্ধ্যায় শহরের নায়ানীবাজার এলাকায় গাঙচিল কার্যালয়ে ওই সাহিত্য আড্ডায় প্রধান অতিথি ছিলেন ময়মনসিংহ বিভাগীয় কমিটি’র সভাপতি সাংবাদিক ও সাহিত্যিক রফিক মজিদ।

সাহিত্য আড্ডা শেষে আগামী ১৭ ডিসেম্বর ঢাকায় গাঙচিলের আন্তর্জাতিক সাহিত্য সম্মেলনে যোগদানের বিষয়ে নানা সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

গাঙচিল জেলা কমিটির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় এ সাহিত্য আড্ডায় হেমন্তকালীন কবিতা পাঠ এবং আলোচনা সভায় অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন সিনিয়র সহ-সভাপতি কবি নূরুল ইসলাম মনি ও মহিউদ্দিন বিন জুবায়েদ, ঢাকা বিভাগীয় উত্তর শাখার সাধারণ সম্পাদক রাশেদ আরজু, ড. আনিসুর রহমান আকন্দ, নুরুল ইসলাম নাযীফ, হাসান শারাফত, এমএইচ মুকুল, ফারুক আহম্মেদ, খন্দকার রাশেদুল হক, নাট্যকার আরিফ খান হারুন, সাংবাদিক কাজী মাসুম, আবৃত্তিকার সালমা সৈলী, মকুবল হোসেন, ওমর ফারুক, রাশেদ মোশারফ, আশিক রাসেল প্রমুখ।