মেলান্দহে এসএমই’র ২০ হাজার কোটি টাকা প্রণোদনা বাস্তবায়নে মতবিনিময় সভা

এসএমই খাতে ২০ হাজার কোটি টাকা প্রণোদনা প্যাকেজ বাস্তবায়ন উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। ছবি: বাংলারচিঠিডটকম

মো. মুত্তাছিম বিল্লাহ, মেলান্দহ প্রতিনিধি, বাংলারচিঠিডটকম: জামালপুরের মেলান্দহে প্রধানমন্ত্রী ঘোষিত এসএমই খাতে ২০ হাজার কোটি টাকা প্রণোদনা প্যাকেজ বাস্তবায়ন উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ২৪ নভেম্বর মির্জা আজম আধুনিক অডিটোরিয়ামে রূপালী ব্যাংক এর আয়োজনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রূপালী ব্যাংক জামালপুর অঞ্চলের উপ-মহাব্যবস্থাপক মো. আলমগীর হোসেন।

রূপালী ব্যাংক মেলান্দহ বাজার শাখার ব্যবস্থাপক মো. হাসান জাহিদের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন মেলান্দহ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ শফিকুল ইসলাম।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন- বাংলাদেশ ব্যাংক ময়মনসিংহ এর সহকারী পরিচালক মো. মেহেদী হাসান খান।

আরও বক্তব্য রাখেন বাংলাদেশ কৃষি ব্যাংক মেলান্দহ বাজার শাখার ব্যবস্থাপক শফিকুল ইসলাম, কৃষি ব্যাংক ভাবকী বাজার শাখার প্রিন্সিপাল অফিসার জিন্নাতুন নাহার।

গ্রাহকদের মধ্যে বক্তব্য রাখেন, বাংলাদেশ কৃষি ব্যাংক এর গ্রাহক নিলয় ডেইরি ফার্মের স্বত্বাধিকারী মো. হাসমত উল্লাহ, মিনান এন্টারপ্রাইজ, মেলান্দহ এর স্বত্বাধিকারী মো. মনোয়ার হোসেন, রূপালী ব্যাংক এর গ্রাহক খান ট্রেডার্স এর কামরুল হাসান খান প্রমুখ।

বক্তব্যে গ্রাহকরা প্রণোদনা প্যাকেজটির মেয়াদ ১ বছর থেকে বৃদ্ধি করে ৩ বছর করার দাবি জানান।